ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জার্সি সরকারিভাবে অক্টোবরের ১৩ তারিখ লঞ্চ হয়েছে৷ এই জার্সি পরে তারা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্মআপ ম্যাচ খেলেছে৷ ভিডিওটি বিসিসিআই নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে ৷ সেখানের ট্যাগলাইনে তারা লিখেছে A bit of shooting fun with the boys to make your day brighter, Team India in the #BillionCheersJersey is a vibe!- অর্থাৎ ছেলেদের সঙ্গে শ্যুটিং মজার, আপনাদের দিনকে আরও উজ্জ্বল করে দেবে৷ বিলিয়ন চিয়ার্স জার্সি একটা অনুভূতি ৷
advertisement
আরও পড়ুন- Ind-Pak: শুধু শোয়েবই ভারতের জামাই নন, Indian ললনার প্রেমে হাবুডুবু ‘এই’ Pak ক্রিকেটাররাও
দেখে নিন সেই মজার আনন্দে ভেসে যাওয়ার টিম ইন্ডিয়ার ভিডিও
টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) মেগা টক্কর ভারত বনাম পাকিস্তান (India Vs Pakistan) ম্যাচ ঘিরে উন্মাদন ফ্যানদের মধ্যে তুঙ্গে৷ প্রত্যেকেই ভারত বনাম পাকিস্তান (India Vs Pakistan) ম্যাচ দেখতে চান৷ কিন্তু মাঠে হাজির থেকে কিছু ভাগ্যবানই একমাত্র এই ম্যাচের সাক্ষী হতে পারবেন৷ রবিবারের এই মেগা ম্যাচের সব টিকিট (India vs Pakistan Match Ticket) দু সপ্তাহ আগেই সব বিক্রি হয়ে গেছে৷ টিকিট বিক্রি শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই ওয়েটিং ১৩ হাজার পার করে যায়৷ ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের টিকিটের দাম (Ticket Price) নিয়ে আলোচনা তুঙ্গে৷ কিন্তু এখনও কেউই আশা ছাড়তে রাজি নন যে তাঁরা টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাবেন না৷ ভারত ও পাকিস্তান দুই দলের ফ্যানরাই দুবাই পৌঁছে যাচ্ছেন৷ দুবাইয়ের হোটেল সব ফুল হয়ে গেছে৷