পাকিস্তান দল এই ঘটনাকে ‘অখেলোয়াড়সুলভ’ আচরণ বলে উল্লেখ করেছে এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। তারা দাবি করেছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ভারতের আচরণকে অবজ্ঞা করে খেলার স্পিরিটকে লঙ্ঘন করেছেন। পিসিবির চেয়ারম্যান মহসিন নকভি এক বিবৃতিতে জানিয়েছেন, তারা পাইক্রফটের তাৎক্ষণিক অপসারণ দাবি করছেন।
এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ড এমনও হুমকি দিয়েছে, পাইক্রফটকে দায়িত্ব থেকে না সরালে তারা ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিপক্ষে তাদের পরবর্তী ম্যাচ খেলবে না। পাকিস্তানী সংবাদমাধ্যম CricketPakistan.com জানিয়েছে, পিসিবি স্পষ্টভাবে জানিয়েছে: “পাইক্রফটকে এশিয়া কাপ থেকে সরাতে হবে, না হলে আমরা আর কোনো ম্যাচ খেলবে না। প্রতিযোগিতা থেকে নাম তুলে নিতে পারে তারা।”
advertisement
আরও পড়ুনঃ ঘোষিত স্কোয়াডে নাম নেই রোহিত ও কোহলির! মাঠে ফেরা পিছিয়ে গেল দুই মহাতারকার
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আরও বলা হয়েছে, খেলায় রাজনীতি টেনে আনা ক্রিকেটের চেতনার পরিপন্থী। পিসিব প্রধান মহসিন নকভি সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, “এমন আচরণ অত্যন্ত হতাশাজনক। জয় উদযাপন হোক মর্যাদাপূর্ণ ও সৌজন্যপূর্ণভাবে।”
এই ঘটনার পরবর্তী প্রভাব এশিয়া কাপের বাকি অংশেও পড়তে পারে, কারণ টুর্নামেন্ট চলাকালীন ভারত ও পাকিস্তান আরও দুবার মুখোমুখি হতে পারে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে উত্তেজনার পারদ আরও চড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।