পাকিস্তান প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭১ রান তোলে, যেখানে সাহিবজাদা ফারহান করেন ৫৮ রান। কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের দাপটে এই লক্ষ্য তেমন কঠিন মনে হয়নি। ১৮.৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ভারত সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচের সেরা খেলোয়াড় হন অভিষেক শর্মা। ম্যাচের শেষ দিকে তিলক বর্মা (৩০*) ও হার্দিক পান্ডিয়া (৭*) দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।
advertisement
এই জয়ের পর ভারতের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব একটি মজার ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তাঁকে একটি কুকুরের সঙ্গে মজার সংলাপ বলতে দেখা যায়। যদিও এটি ছিল হালকা মেজাজে তৈরি, কিন্তু অনেকেই এটিকে পাকিস্তান দলের উদ্দেশে একটি কৌশলগত ব্যঙ্গ হিসেবে দেখছেন। কুকুরটিকে “এন্টারটেইনমেন্ট” হিসেবে উপস্থাপন করে সূর্যকুমার সম্ভবত হ্যারিস রউফের আগের আচরণের প্রতিউত্তর দিয়েছেন।
কারণ এর আগে সুপার ফোরের ম্যাচ চলাকালীন হ্যারিস রউফের সঙ্গে একাধিকবার বাকযুদ্ধে জড়িয়ে পড়েন অভিষেক শর্মা ও শুভমান গিল। বাউন্ডারি লাইনে দাঁড়িয়েও ভারতীয় ফ্যানেদের দিকে বিতর্কিত ৬-০ ইশারা করেন। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান ভারতের ৬টি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে আকারে-ইঙ্গিতে তাও বোঝানয। ভারতীয় ফ্যানেরাও তাকে জবাব দেন। এবার এই মজার ভিডিওর মাধ্যমে সূর্যকুমার যাদবও পাক তারকাকে জবাব দিলেন বলেই মনে করছেন নেটিজেনরা।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে যায় এবং ভক্তরা সূর্যকুমারের রসবোধ ও কৌশলী বার্তার প্রশংসা করেন। তাঁর এই প্রতিক্রিয়া পাকিস্তানের বিরুদ্ধে জয়কে আরও রসিক ও স্মরণীয় করে তোলে। ম্যাচের সাংবাদিকদের মুখোমুখি হয়েও ভারত অধিনায়ক বলেছিলেন,”ভারত-পাকিস্তান ম্যাচ এখন আর প্রতিদ্বন্দ্বিতা নয়, কারণ সাম্প্রতিক সময়ে জয়-পরাজয়ের ব্যবধান অনেকটাই একতরফা।”
আরও পড়ুনঃ New BCCI President: শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল! কে হচ্ছেন নতুন বিসিসিআই সভাপতি? জানা গেল নাম
এই জয়ের ফলে ভারত ফাইনালের খুব কাছাকাছি পৌঁছে গেছে এবং টুর্নামেন্ট জয়ের অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। পাকিস্তানের বিপক্ষে এটি ছিল গত সাম্প্রতিক সময়ের মধ্যে ভারতের সপ্তম জয়, যা দুই দলের মধ্যকার শক্তির পার্থক্যও স্পষ্ট করে তুলেছে।