TRENDING:

IND vs PAK: এবার পাকিস্তানকে নিয়ে 'ছেলেখেলা' করল ভারতের মেয়েরা! বিশ্বকাপে সহজ জয় টিম ইন্ডিয়ার

Last Updated:

India vs Pakistan: সূর্যকুমার যাদবদের পর এবার মহিলা বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করে সহজ জয় পেল ভারতীয় মহিলা দল। ব্যাটে-বলে পাকিস্তানকে ফুৎকারে উড়িয়ে দেয় ভারত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুষদের এশিয়া কাপে চিরপ্রতিদ্বন্দ্বি দেশ পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। যারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোদ বলেছেন,”খেলার মাঠে এবার অপারেশনি সিঁদুর”। সূর্যকুমার যাদবদের পর এবার মহিলা বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করে সহজ জয় পেল ভারতীয় মহিলা দল। ব্যাটে-বলে পাকিস্তানকে ফুৎকারে উড়িয়ে দেয় ভারত। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৪৭ রান করে ভারত। জবাবে পাকিস্তানের ইনিংস শেষ হয় ১৫৯ রানে। ৮৮ রানের বিরাট ব্যবধানে জেতে ভারত।
News18
News18
advertisement

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানে অধিনায়ক ফতিমা সানা। ওপেনিং জুটিতে শুরুটা ভাল করেন প্রতীকা রাওয়াল ও স্মৃতি মন্ধনা। ৩৮ রান জুটিতে যোগ করেন তারা। কিন্তু ওপেনিং জুটি ভাঙতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মহিলা টিম ইন্ডিয়া। হারলিন ডিওল ৪৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। বড় স্কোর কোনও ভারতীয় ব্যাটার না করতে পারলেও দলগত ইনিংস খেলে প্রতীপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মত স্কোরে পৌছে যায় ভারতীয় দল। তবে স্লগ ওভারে রিচা ঘোষ ২০ বলে ৩৫ রানের মারকাটারি ইনিংস খেলে দলকে ২৪৭ রানে পৌছে দেয়।

advertisement

আরও পড়ুনঃ ‘আমি অধিনায়ক হতে চাই…’! গিল অধিনায়ক হতেই বড় মন্তব্য ভারতীয় ক্রিকেটারের!

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

রান তাড়া করতে নেমে ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। সিদারা আমিন ও নাতালিয়া পরভেজ ৬৯ রানের পার্টনারশিপ করে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করে। তবে নাতালিয়া ৩৩ রান করে সাজঘরে ফেরেন। এরপর একদিক থেকে সিদারা আমিন লড়াই চালিয়ে গেলেও অপরদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাকিস্তান। আমিন ৮১ রান করে আউট হতেই সব আশা শেষ হয়ে যায় পাকিস্তানের। ১৫৯ রানে অলআউট হয়ে যায়। এই জয়ের ফলে বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল ভারতীয় দল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: এবার পাকিস্তানকে নিয়ে 'ছেলেখেলা' করল ভারতের মেয়েরা! বিশ্বকাপে সহজ জয় টিম ইন্ডিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল