টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তানে অধিনায়ক ফতিমা সানা। ওপেনিং জুটিতে শুরুটা ভাল করেন প্রতীকা রাওয়াল ও স্মৃতি মন্ধনা। ৩৮ রান জুটিতে যোগ করেন তারা। কিন্তু ওপেনিং জুটি ভাঙতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মহিলা টিম ইন্ডিয়া। হারলিন ডিওল ৪৬ রানের সর্বোচ্চ ইনিংস খেলেন। বড় স্কোর কোনও ভারতীয় ব্যাটার না করতে পারলেও দলগত ইনিংস খেলে প্রতীপক্ষকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার মত স্কোরে পৌছে যায় ভারতীয় দল। তবে স্লগ ওভারে রিচা ঘোষ ২০ বলে ৩৫ রানের মারকাটারি ইনিংস খেলে দলকে ২৪৭ রানে পৌছে দেয়।
advertisement
আরও পড়ুনঃ ‘আমি অধিনায়ক হতে চাই…’! গিল অধিনায়ক হতেই বড় মন্তব্য ভারতীয় ক্রিকেটারের!
রান তাড়া করতে নেমে ২৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাকিস্তান। সিদারা আমিন ও নাতালিয়া পরভেজ ৬৯ রানের পার্টনারশিপ করে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করে। তবে নাতালিয়া ৩৩ রান করে সাজঘরে ফেরেন। এরপর একদিক থেকে সিদারা আমিন লড়াই চালিয়ে গেলেও অপরদিক থেকে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে পাকিস্তান। আমিন ৮১ রান করে আউট হতেই সব আশা শেষ হয়ে যায় পাকিস্তানের। ১৫৯ রানে অলআউট হয়ে যায়। এই জয়ের ফলে বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় পেয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে এল ভারতীয় দল।