দুজনের লড়াই সোশ্যাল মিডিয়ায় সেটা ট্রেন্ডিং হয়ে যায়৷ ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচের পর এমনিতেই সোশ্যালমিডিয়ায় নেটিজেনরা নিজেদের মতো করে লড়াইতে ব্যস্ত৷ মহম্মদ আমির (Mohammad Amir) ট্যুইট করে বলেন জিজ্ঞাস্য যে হরভজন সিং (Harbhajan Singh) টিভি ভেঙে দেননি তো? এর জবাবে ভাজ্জি একটি ভিডিও শেয়ার করে বলেন এখন তুমি বলবে ছক্কা তোমার বাড়ির টিভিতে পরেনি তো? এরপর সারারাতের ঝগড়ার ক্রম শুরু হয়ে যায়৷
advertisement
আমির মঙ্গলবার এক ভিডিও শেয়ার করেছিলেন যা ম্যাচের ভিডিও৷ এই ভিডিওতে শাহিদ আফ্রিদি হরভজন সিংকে চার বলে চারটি চার মারছেন৷ আমির এই ভিডিও শেয়ার করেন তখন ভাজ্জি সেটা দেখছেন, তখন তাতে লেখাছিল যখন লালা আপনার বলে চারটি ছক্কা মেরেছিলেন, ক্রিকেটে এরকম হতেই পারে৷ এরপরে হরভজন সিং মহম্মদ আমিরকে জিজ্ঞাসা করেন লর্ডসে আমি কেমন বল করেছিলাম, সেখানের গড় দিয়েছিলেন৷ এরপর তিনি বলেন এরপর আমাদের বিশ্বকাপ জিততে দেখ৷
আরও পড়ুন - যতই আসুক Cyclonic Storm, অটুট থাকবে বন্দরের যোগাযোগ নয়া ব্যবস্থা আনল Kolkata Port
আরও পড়ুন - T20 World Cup: New Zealand-র বিরুদ্ধে Pakistan-র জয়, Indian Cricket Teamকে কি সুবিধা করে দিল প্রতিবেশী দেশ
এরপর মহম্মদ আমির সমস্ত শব্দের সীমা পার করে দেন যখন, তখন হরভজন সিংকে মোক্ষম চাল দিতে হয়৷ একটি পুরনো ভিডিও শেয়ার করেন তাতে হরভজন ছক্কা মেরে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতান৷ তখন ভারতের জয়ের জন্য ৩ রান দরকার ছিল৷
এরপর এর মহম্মদ আমির যা উত্তর দিয়েছিলেন তা নিয়ে জমিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে৷