বুধবার গ্রুপ ‘এ’-র ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় পাকিস্তান। ম্যাচের এক পর্যায়ে কিছুটা চাপের মুখে পড়লেও শেষ পর্যন্ত জয় পাওয়ায় স্বস্তি পায় তারা। এই জয়ের মাধ্যমে পাকিস্তান দলের আত্মবিশ্বাস বেড়েছে। তবে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা কিছুটা উত্তেজিত ছিলেন। ভারতকে কার্যত হুঁশিয়ারি দেন তিনি।
advertisement
পাকিস্তান অধিনায়ক বলেন,”আমরা যে কোনও চ্যালেঞ্জের জন্য তৈরি। ভাল ক্রিকেট খেলাই আমাদের প্রধান লক্ষ্য। যে কোনও দলকে হারানোর ক্ষমতা আমাদের ছেলেদের রয়েছে।” তিনি আরও যোগ করেন, তিনি বলেন, “আমরা গত চার মাস ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছি। এই ছন্দে খেলতে পারলে যেকোনো দলকে হারানো সম্ভব।” এছাড়াও সলমন আলি আঘা বলেন,”কাদের বিরুদ্ধে খেলব সেটা মাথাতেই রাখছি না। মাঝের দিকে ওভারগুলিতে আমাদের ভাল ব্যাট করতে হবে। তাহলে আমরা অনায়াসে ১৭০-১৮০ রান করতে পারব।”
আরও পড়ুনঃ একাধিক বিশ্বরেকর্ড গড়ার দোরগোড়ায় কুলদীপ! ওমান ম্যাচেই তৈরি হবে নতুন ইতিহাস?
আগামি রবিবার সুপার ফোরের ম্যাচে ফের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা রয়েছে। পাকিস্তান অধিনায়ক সালমান ভারতীয় দলকে টার্গেট করেই মন্তব্য সেই উত্তেজনা ও উন্মাদনা আরও বাড়িয়েছে। তবে ভারতের বিরুদ্ধে লজ্জার হারের পর, আমিরশাহিকে হারিয়েই কীভাবে এমন হুঙ্কার ছাড়েন পাক অধিনায়ক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
