TRENDING:

IND vs PAK: রবিবারের ম্যাচের আগে ভারতকে সতর্ক করে দিল পাকিস্তান! বড় হুঁশিয়ারি দিলেন পাক অধিনায়ক

Last Updated:

IND vs PAK Asia Cup 2025: ভারত বনাম ওমান ম্যাচ দিয়ে শুক্রবার শেষ হচ্ছে এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ পর্ব। এরপর শনিবার থেকে শুরু হবে সুপার ফোর পর্ব। রবিবার ফের ভারচত-পাকিস্তান দ্বৈরথ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই: ভারত বনাম ওমান ম্যাচ দিয়ে শুক্রবার শেষ হচ্ছে এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ পর্ব। এরপর শনিবার থেকে শুরু হবে সুপার ফোর পর্ব। ইতিমধ্যে গ্রুপ ‘এ’ থেকে ভারত ও পাকিস্তান সুপার ফোরে জায়গা করে নিয়েছে। গ্রুপ ‘বি’ থেকে শেষ চারে জায়গা পাকা করেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ফলে রপরের রাউন্ডে জমজমাটি লড়াই উপভোগ করতে পারবে ক্রিকেট প্রেমিরা।
News18
News18
advertisement

বুধবার গ্রুপ ‘এ’-র ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয় পাকিস্তান। ম্যাচের এক পর্যায়ে কিছুটা চাপের মুখে পড়লেও শেষ পর্যন্ত জয় পাওয়ায় স্বস্তি পায় তারা। এই জয়ের মাধ্যমে পাকিস্তান দলের আত্মবিশ্বাস বেড়েছে। তবে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা কিছুটা উত্তেজিত ছিলেন। ভারতকে কার্যত হুঁশিয়ারি দেন তিনি।

advertisement

পাকিস্তান অধিনায়ক বলেন,”আমরা যে কোনও চ্যালেঞ্জের জন্য তৈরি। ভাল ক্রিকেট খেলাই আমাদের প্রধান লক্ষ্য। যে কোনও দলকে হারানোর ক্ষমতা আমাদের ছেলেদের রয়েছে।” তিনি আরও যোগ করেন, তিনি বলেন, “আমরা গত চার মাস ধরে ধারাবাহিকভাবে ভালো খেলছি। এই ছন্দে খেলতে পারলে যেকোনো দলকে হারানো সম্ভব।” এছাড়াও সলমন আলি আঘা বলেন,”কাদের বিরুদ্ধে খেলব সেটা মাথাতেই রাখছি না। মাঝের দিকে ওভারগুলিতে আমাদের ভাল ব্যাট করতে হবে। তাহলে আমরা অনায়াসে ১৭০-১৮০ রান করতে পারব।”

advertisement

আরও পড়ুনঃ একাধিক বিশ্বরেকর্ড গড়ার দোরগোড়ায় কুলদীপ! ওমান ম্যাচেই তৈরি হবে নতুন ইতিহাস?

সেরা ভিডিও

আরও দেখুন
দু'দশকে বেতন পাননি এক টাকাও, কিন্তু সময় হলেই স্কুলে হাজির হন শিক্ষার ঝুলি নিয়ে
আরও দেখুন

আগামি রবিবার সুপার ফোরের ম্যাচে ফের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। এই ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বাড়তি উত্তেজনা রয়েছে। পাকিস্তান অধিনায়ক সালমান ভারতীয় দলকে টার্গেট করেই মন্তব্য সেই উত্তেজনা ও উন্মাদনা আরও বাড়িয়েছে। তবে ভারতের বিরুদ্ধে লজ্জার হারের পর, আমিরশাহিকে হারিয়েই কীভাবে এমন হুঙ্কার ছাড়েন পাক অধিনায়ক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: রবিবারের ম্যাচের আগে ভারতকে সতর্ক করে দিল পাকিস্তান! বড় হুঁশিয়ারি দিলেন পাক অধিনায়ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল