আরও পড়ুন- অজি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার ক্যাপ্টেন, টেস্ট দলের নতুন অধিনায়ক প্যাট কামিন্স
কানপুরে টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই শতরান করতে সফল শ্রেয়স আইয়ার ৷ গতকাল, বৃহস্পতিবার ১৩৬ বল খেলে ৭৫ রানে নট আউট থাকেন শ্রেয়স ৷ আজ যে সেঞ্চুরির দিকেই এগোচ্ছেন তিনি, তা বোঝা গিয়েছিল টেস্টের প্রথম দিনেই ৷ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হতাশ করেননি মুম্বইয়ের ব্যাটসম্যান ৷ ১৭১ বলে ১০৫ রান করার পর সাউদির বলে আউট হন শ্রেয়স ৷
advertisement
আরও পড়ুন- ঢাকে কাঠি অষ্টম প্রো কাবাডি লিগের, ২২ ডিসেম্বর থেকে লড়াইয়ের জন্য প্রস্তুত ১২ টি দল
শতরান করতে শ্রেয়স মেরেছেন ১৩টি চার এবং ২টি বিশাল ছক্কা ৷ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অভিষেক টেস্টে সেঞ্চুরির রেকর্ড এর আগে রয়েছে ১৫ জনের ৷ তাঁরা হলেন, শিখর ধাওয়ান, রোহিত শর্মা, গুন্ডাপ্পা বিশ্বনাথ, পৃথ্বি শ, সৌরভ গঙ্গোপাধ্যায়, সুরিন্দর অমরনাথ, সুরেশ রায়না, লালা অমরনাথ, আব্বাস আলি বেগ, মহম্মদ আজহারউদ্দিন, দীপক শোধন, হনুমন্ত সিং, বীরেন্দ্র সেহওয়াগ, প্রবীণ আমরে এবং এজি কৃপাল সিং-এর। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করার নজির গড়েছিলেন লালা অমরনাথ ৷ ১৯৩৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকে শতরান করেছিলেন তিনি ৷