১৪৪ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি তৃতীয় বোলার, যিনি এই রেকর্ড স্পর্শ করলেন। প্রথমজন ইংল্যান্ডের জিম লেকার ( Jim Laker) । ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওল্ড ট্রাফোর্ডে যিনি এই নজির স্থাপন করেছিলেন। দ্বিতীয় জন ভারতের অনিল কুম্বলে ( Anil Kumble)। ১৯৯৮-৯৯ সালে যিনি পাকিস্তানের বিরুদ্ধে দিল্লিতে একটি ইনিংসে সব উইকেট নিয়েছিলেন।
advertisement
শনিবার শুরু থেকেই আজাজ স্পিন এবং বাউন্স আদায় করছিলেন। প্রথম দিনেই বিরাট কোহলি, পূজারা, শ্রেয়স, গিলদের আউট করেছিলেন। আজ ঋদ্ধিমান, অশ্বিন, সেঞ্চুরিয়ান ময়নক আগারওয়াল, জয়ন্ত এবং উমেশ যাদবদের একের পর এক তুলে নিয়ে অনবদ্য নজির স্থাপন করলেন বাঁহাতি আজাজ। ফ্লাইট, লুপ মেশালেন বুদ্ধি করে। ধারাভাষ্যকার সুনীল গাভাসকার, মুরালি কার্তিকরা মুক্তকণ্ঠ প্রশংসা করলেন আজাজ প্যাটেলের।
মাঠ থেকে বেরিয়ে সোজা জড়িয়ে ধরলেন কেন উইলিয়ামসনকে। ভারতীয় ক্রিকেটারদেরও হাততালি দিতে দেখা গেল। আজাজ প্রথম নিউজিল্যান্ড বোলার যিনি এই নজির স্থাপন করলেন। এর আগে স্যার রিচার্ড হ্যাডলির একটি ইনিংসে ৯ উইকেট আছে।
তবে নিজের রেকর্ড নিয়ে উচ্ছ্বসিত হলেও আনন্দে গা ভাসাতে রাজি নন আজাজ। নিজের জন্মের শহরে নিউজিল্যান্ডের টেস্ট জিতে সিরিজ জিততে চান তিনি। ভারতের বিরুদ্ধে কাজটা সহজ নয় জানেন। কিন্তু কিউইরা জেতার লক্ষ্যেই খেলবে জানালেন এই বাঁহাতি স্পিনার।