ইনদওরের হোলকার স্টেডিয়ামে এখন পর্যন্ত ভারত মোট সাতটি ওয়ানডে ম্যাচ খেলেছে ভারত এবং আশ্চর্যজনকভাবে প্রতিটি ম্যাচেই জয় পেয়েছে। এই মাঠে ভারতকে এখনও পর্যন্ত কোনো দল হারাতে পারেনি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলগুলোর পাশাপাশি নিউজিল্যান্ডকেও এই মাঠে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। ফলে হোলকার স্টেডিয়াম ভারতের জন্য একপ্রকার সৌভাগ্যের মাঠ হিসেবেই পরিচিত হয়ে উঠেছে।
advertisement
২০০৬ সালে এই মাঠে প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে জয়ের সূচনা করেছিল ভারত। এরপর ২০০৮ সালেও ইংল্যান্ডের বিরুদ্ধে জয় আসে। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫৩ রানের বিশাল জয়, ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২২ রানের জয় এবং ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেটের জয়—সব মিলিয়ে ভারতের আধিপত্য স্পষ্ট।
আরও পড়ুনঃ IND vs NZ: কে থাকছে দলে আর কে পড়ছে বাদ? মরণ-বাঁচন ম্যাচে ভারতীয় দলে বড় বদল! কেমন হবে একাদশ?
সাম্প্রতিক সময়েও এই ধারাবাহিকতা বজায় রেখেছে ভারত। ২০২৩ সালে ইনদওরে নিউজিল্যান্ডকে ৯০ রানে এবং পরে অস্ট্রেলিয়াকে ৯৯ রানে হারায় টিম ইন্ডিয়া। এমন দুর্দান্ত রেকর্ডের কারণে নির্ণায়ক ম্যাচে মানসিকভাবে এগিয়ে থাকবে স্বাগতিকরা। এখন দেখার বিষয়, ভারত কি এই মাঠে তাদের অপরাজেয় রেকর্ড ধরে রেখে সিরিজ জয় নিশ্চিত করতে পারে, নাকি ইতিহাস বদলে দেবে নিউজিল্যান্ড।
