TRENDING:

Rahul Dravid on Ajinkya Rahane : মুম্বই টেস্টে বাদ পড়বেন রাহানে? বিরাটের সঙ্গে আলোচনা চান দ্রাবিড়

Last Updated:

Ajinkya Rahane may be dropped in Mumbai Test due to poor form. জঘন্য ফর্মের কারণে ঘরের মাঠে বাদ পড়তে পারেন রাহানে, রাহানে নিয়ে বিরাটের সঙ্গে আলোচনা চান দ্রাবিড়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাহানে নিয়ে বিরাটের সঙ্গে আলোচনা চান দ্রাবিড়
রাহানে নিয়ে বিরাটের সঙ্গে আলোচনা চান দ্রাবিড়
advertisement

আরও পড়ুন - Cristiano Ronaldo on Messi Ballon d'Or : মেসির সেরা পুরস্কার দেখে হিংসেতে জ্বলছেন রোনাল্ডো! কী বললেন পর্তুগিজ তারকা?

কানপুর টেস্টে চতুর্থ দিন ভারত আরও আগে ডিক্লেয়ার করতে পারত কি না সেই নিয়েও প্রশ্ন করা হয় দ্রাবিড়কে। তিনি বলেন, আমার মনে হয় না। খেলা দেখে আমার যে পর্যালোচনা, তাতে সেটা মনে হয়নি আমার। ডিক্লেয়ার করার আগে আমরা বেশ চাপে ছিলাম। তিন রকমের ফল হতে পারত এই টেস্টের। ডিক্লেয়ার ঠিক সময়ই করা হয়েছে। বিরাট কোহলির অবর্তমানে টেস্ট অধিনায়ক ছিলেন আজিঙ্কা রাহানে ( Ajinkya Rahane may be dropped for Mumbai test)।

advertisement

কিন্তু তাঁর ব্যাটে রান না থাকায় দলে জায়গা পাওয়া নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। কোচ রাহুল দ্রাবিড় যদিও রাহানের পাশেই দাঁড়াচ্ছেন। দ্রাবিড় বলেন, রাহানে দারুণ ক্রিকেটার। অতীতে একাধিক ভাল ইনিংস খেলেছে ও। ওর খেলায় গভীরতা আছে, অভিজ্ঞতা আছে। আমরা সবাই জানি যে কোনও সময় ঘুরে দাঁড়াতে পারে ও। কানপুরে শ্রেয়স আয়ার ( Shreyas Iyer) রান পেয়ে যাওয়ায় পরের টেস্টে তাঁকে বসানো হবে কি না সেই নিয়েও সন্দেহ তৈরি হয়েছে। কিন্তু মুম্বই টেস্টে দলে ফিরতে চলেছেন বিরাট কোহলি ( Virat Kohli returns as captain)। এক জনকে বসতেই হবে তিনি ফিরলে।

advertisement

আরও পড়ুন - Virat Kohli Dating: একাধিক Hot Girl Friend-র সঙ্গে বিরাটের ডেটিং, তাদের কিসে টেক্কা দিলেন Anushka Sharma

মুম্বইয়ে কোন একাদশ খেলবে সেই নিয়ে প্রশ্ন করা হলে দ্রাবিড় বলেন, আমরা এখনও প্রথম একাদশ কী হবে তা ঠিক করিনি। এত তাড়াতাড়ি সেটা করা সম্ভব নয়। মুম্বই গিয়ে ঠিক করব কে কে খেলবে। কোন কোন ক্রিকেটার কতটা সুস্থ রয়েছে তার উপর নির্ভর করবে। কোহলি দলে ফিরবে, ওর সঙ্গেও আলোচনা করতে হবে। অনেকে মনে করছেন ফর্মের বিচারে রাহানের বাদ পড়া উচিত। কিন্তু যেহেতু ঘরের মাঠ মুম্বইতে ম্যাচ, তাই তিনি থেকেও যেতে পারেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

সেক্ষেত্রে মায়নক আগারওয়াল বাদ পড়তে পারেন। রাহানেকে শুভমন গিলের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা রয়েছে রাহানের। পিচ সম্পর্কে ওয়াকিবহাল। তাই মুম্বই টেস্টে খারাপ ফর্ম সত্ত্বেও টিকে যেতে পারেন তিনি। তবে বিরাট কোহলি যদি ময়ানককে ওপেনার হিসেবে চান, তাহলে রাহানের বাদ পড়া ছাড়া জায়গা নেই।

বাংলা খবর/ খবর/খেলা/
Rahul Dravid on Ajinkya Rahane : মুম্বই টেস্টে বাদ পড়বেন রাহানে? বিরাটের সঙ্গে আলোচনা চান দ্রাবিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল