এদিন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে বীরেন্দ্র সেওয়াগ একেবারে নক্কারজনক অশ্লীল মন্তব্য করেন৷ তৃতীয় দিনের খেলা নিয়ে ধারাভাষ্য করার সময়ে হিন্দি কমেন্ট্রি ছিলেন সেহওয়াগ৷ এরপরেই ফ্যানরা সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুফান তুলেছে৷
আরও পড়ুন - Knowledge: তাজমহলের বন্ধ ঘরে কি লুকনো আছে মূর্তি! ASI জানিয়ে দিল আসল কথা
advertisement
ইংল্যান্ড প্রথম ইনিংসের ৬২ তম ওভারে মহম্মদ সিরাজের ম্যাথু পন্টসকে আউট করেন৷ বিরাট কোহলি এই আউট হওয়ার মাঠেই শরীর আঁকিয়ে বাঁকিয়ে নেচে নেন৷ এভাবেই আনন্দ করেন তিনি৷ এই সময়েমহম্মদ কাইফ ও বীরেন্দ্র সেওয়াগ কমেন্ট্রি করছিলেন৷ ‘দেখো ছমিয়া নাচ রহি হ্যায়’- বীরু এই কথা বলেন৷
দেখে নিন সেই ভাইরাল ভিডিও৷
কোহলি -র ওপর এই ধরণের অশ্লীল ঢঙে মন্তব্য করায় নেটিজেনদের একটা অংশ ভীষণ রেগে যায়৷ আর স্বাভাবিকভাবেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
অনেকেই বীরেন্দ্র সেওয়াগকে ভালই কথা শুনিয়েছেন৷
একজন ট্যুইটারে লিখেছেন, ‘‘আমার মাথায় আসছে না কি করে সেওয়াগকে কমেন্ট্রি প্যানেলে রাখা হয়েছে৷ ’’ আবার কেউ লিখেছেন ‘‘সেওয়াগ জানেন না কী আর কেমন করে বলে হয়৷ ওঁর ধারাভাষ্যকর খুবই খারাপ৷’’ আর এক নেটিজেন লিখেছেন - ‘‘দিনের পর দিন হিন্দি কমেন্ট্রির মান খারাপ হচ্ছে৷ ’’
এর আগে সেওয়াগ এজবাস্টন টেস্টের তৃতীয় দিননে জনি বেয়রস্তোর বিরুদ্ধে স্লেজিং করার জন্য বিরাট কোহলিকে খোঁচা দিয়ে কথা বলেছিলেন৷ এই তিনি ট্যুইট করে লিখেছিলেন ‘‘কোহলির স্লেজিংয়ের সময় বেয়রস্তোর স্ট্রাইক রেট ২১ ছিল৷ কিন্তু স্লেজিংয়ের পর তা ১৫০ হয়ে যায়৷ পূজারার মতো বেয়রেস্তো খেলছিলেন, কোহলি স্লেজ করে তাঁকে অযথা পন্থ বানিয়ে দিয়েছিলেন৷ ’’
তৃতীয় দিনের প্রথম সেশনে কোহলি এবং বেয়রস্তোের মাঠে বেশ খোঁচাখুঁচি হয়৷ বিবাদ এতটাই বেড়ে যায় যে দুই ক্রিকেটারকে শান্ত করতে ফিল্ড আম্পায়রকে আসরে নামতে হয়৷