TRENDING:

Viral Video: ম্যাচ চলাকালীন বিরাট কোহলিকে নিয়ে অশ্লীল শব্দ লাইভে বললেন, তারপর...

Last Updated:

কোহলি -র ওপর এই ধরণের অশ্লীল ঢঙে মন্তব্য করায় নেটিজেনদের একটা অংশ ভীষণ রেগে যায়৷ আর স্বাভাবিকভাবেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বার্মিংহ্যাম: ভারত এবং ইংল্যান্ডের মধ্যে এজবেস্টন ময়দানে খেলা হচ্ছে পঞ্চম টেস্ট ম্যাচ৷ গতবারের সিরিজের একটি ম্যাচ খেলা বাকি ছিল৷ সেই টেস্ট ম্যাচটি বার্মিংহ্যামে খেলবে৷ তৃতীয় দিনের খেলা শেষ হওয়া অবধি ভারত ২৫০ রান পার করে গিয়েছিল,তাদের হাতে ছিল ৭ উইকেট৷ এই ম্যাচ দারুণ টানটান হচ্ছে ভারতীয় ক্রিকেট ফ্যানদের কাছে৷ একমাত্র প্রথম দিনের প্রথম সেশন ছাড়া সেভাবে ব্রিটিশ সিংহরা ভারতীয় ক্রিকেট দলের ওপর বিশেষ দাঁত ফোটাতে পারেনি৷ কিন্তু রবিবার বাইশ গজের জমজমাট পারফরম্যান্সের পর সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে বীরেন্দ্র সেওয়াগের কমেন্ট্রি৷
virender sehwag comment on virat kohli raises fury on twitter
virender sehwag comment on virat kohli raises fury on twitter
advertisement

এদিন প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে বীরেন্দ্র সেওয়াগ একেবারে নক্কারজনক অশ্লীল মন্তব্য করেন৷ তৃতীয় দিনের খেলা নিয়ে ধারাভাষ্য করার সময়ে হিন্দি কমেন্ট্রি ছিলেন সেহওয়াগ৷ এরপরেই ফ্যানরা সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুফান তুলেছে৷

আরও পড়ুন - Knowledge: তাজমহলের বন্ধ ঘরে কি লুকনো আছে মূর্তি! ASI জানিয়ে দিল আসল কথা

advertisement

ইংল্যান্ড প্রথম ইনিংসের ৬২ তম ওভারে মহম্মদ সিরাজের ম্যাথু পন্টসকে আউট করেন৷ বিরাট কোহলি এই আউট হওয়ার মাঠেই শরীর আঁকিয়ে বাঁকিয়ে নেচে নেন৷ এভাবেই আনন্দ করেন তিনি৷ এই সময়েমহম্মদ কাইফ ও বীরেন্দ্র সেওয়াগ কমেন্ট্রি করছিলেন৷ ‘দেখো ছমিয়া নাচ রহি হ্যায়’- বীরু এই কথা বলেন৷

দেখে নিন সেই ভাইরাল ভিডিও৷

কোহলি -র ওপর এই ধরণের অশ্লীল ঢঙে মন্তব্য করায় নেটিজেনদের একটা অংশ ভীষণ রেগে যায়৷ আর স্বাভাবিকভাবেই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷

অনেকেই বীরেন্দ্র সেওয়াগকে ভালই কথা শুনিয়েছেন৷

একজন ট্যুইটারে লিখেছেন, ‘‘আমার মাথায় আসছে না কি করে সেওয়াগকে কমেন্ট্রি প্যানেলে রাখা হয়েছে৷ ’’ আবার কেউ  লিখেছেন ‘‘সেওয়াগ জানেন না কী আর কেমন করে বলে হয়৷ ওঁর ধারাভাষ্যকর খুবই খারাপ৷’’ আর এক নেটিজেন লিখেছেন - ‘‘দিনের পর দিন হিন্দি কমেন্ট্রির মান খারাপ হচ্ছে৷ ’’

advertisement

এর আগে সেওয়াগ এজবাস্টন টেস্টের তৃতীয় দিননে জনি বেয়রস্তোর বিরুদ্ধে স্লেজিং করার জন্য বিরাট কোহলিকে খোঁচা দিয়ে কথা বলেছিলেন৷ এই তিনি ট্যুইট করে লিখেছিলেন ‘‘কোহলির স্লেজিংয়ের সময় বেয়রস্তোর স্ট্রাইক রেট ২১ ছিল৷ কিন্তু স্লেজিংয়ের পর তা ১৫০ হয়ে যায়৷ পূজারার মতো বেয়রেস্তো খেলছিলেন, কোহলি স্লেজ করে তাঁকে অযথা পন্থ বানিয়ে দিয়েছিলেন৷ ’’

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

তৃতীয় দিনের প্রথম সেশনে কোহলি এবং বেয়রস্তোের মাঠে বেশ খোঁচাখুঁচি হয়৷ বিবাদ এতটাই বেড়ে যায় যে দুই ক্রিকেটারকে শান্ত করতে ফিল্ড আম্পায়রকে আসরে নামতে হয়৷

বাংলা খবর/ খবর/খেলা/
Viral Video: ম্যাচ চলাকালীন বিরাট কোহলিকে নিয়ে অশ্লীল শব্দ লাইভে বললেন, তারপর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল