Knowledge: তাজমহলের বন্ধ ঘরে কি লুকনো আছে মূর্তি! ASI জানিয়ে দিল আসল কথা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
সাকেত গোখলে একটি আরটিআই দাখিল করেছিলেন৷ এতে এএসআই আগ্রা নিজেদের জবাব দিয়েছে৷ এএসআই পরিষ্কার জানিয়ে দিয়েছে তাজমহলে কোনও বন্ধ ঘর নেই৷ আর সেখানে কোনও হিন্দু দেবী দেবতার মূর্তিও রাখা নেই৷
advertisement
এএসআই ফের একবার খারিজ করে দিয়েছে এই তত্ত্বের অস্তিত্ব৷ আসলে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাষ্ট্রীয় প্রবক্তা সাকেত গোখলে একটি আরটিআই দাখিল করেছিলেন৷ এতে এএসআই আগ্রা নিজেদের জবাব দিয়েছে৷ এএসআই পরিষ্কার জানিয়ে দিয়েছে তাজমহলে কোনও বন্ধ ঘর নেই৷ আর সেখানে কোনও হিন্দু দেবী দেবতার মূর্তিও রাখা নেই৷ Photo- File
advertisement
advertisement
advertisement