ভারতীয় ক্রিকেটে খেলোয়াড় বাছাই নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে। হর্ষিত রাণা, যিনি সম্প্রতি আইপিএল এবং India A-র হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন, তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে হঠাৎ বাদ দেওয়া হল। তাঁর বদলে অনভিজ্ঞ অংশুল কম্বোজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সিদ্ধান্তই এখন BCCI-র নির্বাচন নীতিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
advertisement
তা হলে কি গিল-গম্ভীরের মধ্যে সব কিছু ঠিক চলছে না? টিম ইন্ডিয়ার বর্তমান নির্বাচন প্রক্রিয়া আবারও ফ্যান এবং বিশেষজ্ঞদের চিন্তায় ফেলেছে। কোচ গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন শুভমন গিল-এর মধ্যে সমন্বয় নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই বলেন, গৌতম গম্ভীর ক্রিকেটে জয়-পরাজয়ের বাইরে কিছু ভাবেন না। আর গিল একজন নতুন ও ফ্রেন্ডলি ক্যাপ্টেন হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন।
শুভমন গিল প্রথমবার টেস্ট দলে নেতৃত্ব দিচ্ছেন। হয়তো দলের ওপর নিজের প্রভাব স্থাপন করতে কিছু সিদ্ধান্ত নিজে নিচ্ছেন। অন্যদিকে, গৌতম গম্ভীর এমন কোচ যিনি শৃঙ্খলা এবং পছন্দের খেলোয়াড়দের উপর ভরসা করার জন্য পরিচিত। হর্ষিত রানা বরাবর গম্ভীরের সমর্থন পেয়েছেন। তাঁকে হঠাৎ দল থেকে বাদ দিয়ে অংশুল কুম্বোজকে নেওয়া — এটা কি গিলের প্রভাবের ইঙ্গিত?
আরও পড়ুন- IND vs ENG: একের পর এক খারাপ খবরে বাড়ছিল হতাশা! অবশেষে ভাল খবর টিম ইন্ডিয়ার জন্য
ভারতীয় ক্রিকেটে প্রতিভার কোনও অভাব নেই। কিন্তু প্রতিভাদের সময় এবং সুযোগ দেওয়া খুব জরুরি। বারবার দলে বদল, স্পষ্ট ব্যাখ্যা ছাড়াই নির্বাচন, এসবের ফলে দলে অস্থিরতা তৈরি হয়।
ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বহুবার বলেছেন, যে কোনও ক্রিকেটারকে দীর্ঘ সময় ধরে খেলার সুযোগ দিতে হবে। যদি তা না করা হয়, তা হলে খেলোয়াড়রা আত্মবিশ্বাস হারায়। আর তার প্রভাব পড়ে দলের সার্বিক পারফরম্য়ান্সে।