TRENDING:

IND vs ENG: কামব্যাক ম্যাচে নামার আগেই বড় কথা বলে দিলেন শামি! কী জানালেন তারকা পেসার

Last Updated:

India vs England 1st T20: ১৪ মাসের যন্ত্রণা-প্রতীক্ষার শেষে অবশেষে বুধবার ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে চলেছেন মহম্মদ শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে নামার জন্য মুখিয়ে রয়েছেন তারকা পেসার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
১৪ মাসের যন্ত্রণা-প্রতীক্ষার শেষে অবশেষে বুধবার ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে চলেছেন মহম্মদ শামি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে নামার জন্য মুখিয়ে রয়েছেন তারকা পেসার। প্রত্যাবর্তনের আগে সামির উপলব্ধি,‘ভুখ কভি খতম নেহি হোনে চাহিয়ে’। বাংলার অনুর্ধ্ব ১৫ মেয়েদের ভারত সেরা হওয়ার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন শামি। সিএবির অনুষ্ঠানে বঙ্গ পেসার মিশ্র প্রতিক্রিয়ায় ঘেরা। কখনও আবেগে ভাসলেন। আবার কখনও বা বাস্তবের রুক্ষ জমিতে পা রাখলেন।
News18
News18
advertisement

অপেক্ষা আর কয়েক ঘণ্টার। তার আগে শামি হাজির হয়েছিলেন সিএবিতে। বাংলার অনূর্ধ্ব-১৫ মহিলা দল ও অনূর্ধ্ব-১৯ দলের সংবর্ধনার আসরে হাজির হয়ে শামি নিজেকে অন্যভাবে মেলে ধরলেন। হয়ে উঠলেন দার্শনিক। মঞ্চে থাকা প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী, মিতালি রাজদের সামনে তাঁর ক্রিকেটে প্রত্যাবর্তনের রহস্য উন্মোচন করে বলে দিলেন, ‘আমি বিশ্বাস করি, দেশের হয়ে খেলতে গেলে খিদে থাকতে হবে। ওর ও ভুখ কভি খতম নেহি হোনে চাহিয়ে।’ খিদে থাকলে পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, ঠিক ফিরে আসা যায়। শামি বলছেন, ‘হতে পারে দশবার আহত হলেন আপনি, কিন্তু তারপরও খেলা ও সাফল্যের খিদে থাকলে ঠিক ফিরে আসা যায়।’

advertisement

২০২৩ সালে আহমেদাবাদে একদিনের বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শেষবার তাঁকে বল হাতে দেখা গিয়েছিল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেদিন বিশ্বকাপ জিততে পারেনি টিম ইন্ডিয়া। তারপর থেকে শামিও চোটের কারণে ক্রিকেটের বাইরে ছিলেন। কেমন ছিল জীবনের সেই কঠিন পর্বটা? শামির কথায় আবেগ। বলে দিলেন, ‘ক্রিকেটে চোট লাগবেই। কিন্তু বিশ্বাস রাখতে হবে প্রত্যাবর্তনের। আমি বা আমরা যারা দেশ বা রাজ্যের হয়ে ক্রিকেট খেলি, তাদের কখনও মনে হতে পারে না ক্রিকেট ছেড়ে দেওয়ার কথা।’

advertisement

আরও পড়ুনঃ ICC Champions Trophy 2025: এবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বড় ‘ভবিষ্যদ্বাণী’ সৌরভের! ভারতীয় দল নিয়ে যা বললেন ‘মহারাজ’

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শামির ক্রিকেট কেরিয়ারের স্বপ্নের উড়ান শুরু হয়েছিল ইডেন গার্ডেন্স থেকে। সেখানেই ১৪ মাস পর কামব্যাক করতে চলেছেন তিনি। টিম ইন্ডিয়ার জোরে বোলারের কথায়, ‘ইডেন থেকেই কেরিয়ারের এগিয়ে চলা শুরু হয়েছিল আমার। বহু স্মৃতি রয়েছে এই মাঠে। এই ইডেন ও বাংলা আমার বাড়ি। দাদির (সৌরভ) সঙ্গেও এই ইডেনে বহু ম্যাচ খেলেছি। সেখানেই ফের ফিরতে পারার অনুভূতিটাই আলাদা।’ রবিবার চুটিয়ে বল করলেও সোমবার বল করেননি শামি। জিম করেছেন,ফিজিওর কাছে ছিলেন। ব্যাটিং করলেন ঝোড়ো মেজাজে। সব মিলিয়ে প্রত্যাবর্তনের সুযোগের পুরোটাই কাজে লাগাতে চাইছেন।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: কামব্যাক ম্যাচে নামার আগেই বড় কথা বলে দিলেন শামি! কী জানালেন তারকা পেসার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল