TRENDING:

IND vs ENG: ইংল্যান্ড থেকে ভারতের জন্য খারাপ খবর? পাওয়া যাবে না প্রধান 'অস্ত্রকে'? বড় আপডেট দিলেন কোচ!

Last Updated:

India vs England: ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারতীয় দলের ইংল্যান্ড সফর। ইতিমধ্যেই ইংরেজভূমে পা দিয়ে কঠোর অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল। কিন্তু প্রথম টেস্টের আগে একটি খবর উদ্বেগ বাড়ছিল সকলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারতীয় দলের ইংল্যান্ড সফর। ইতিমধ্যেই ইংরেজভূমে পা দিয়ে কঠোর অনুশীলন শুরু করে দিয়েছে ভারতীয় দল। কিন্তু প্রথম টেস্টের আগে একটি খবর উদ্বেগ বাড়ছিল সকলের। জল্পনা ছড়িয়ে পড়েছিল এখনও সম্পূ্র্ণ ফিট নন জসপ্রীত বুমরাহ। ভারতের পেস অ্যাটাকের সবথেকেব ‘ভয়ঙ্কর অস্ত্রের’ এমন খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গিয়েছিল।
(Photo Courtesy- BCCI X)
(Photo Courtesy- BCCI X)
advertisement

এবার জসপ্রীত বুমরাহের ফিটনেস নিয়ে মুখ খুলল টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেট দলের বোলিং কোচ মর্নে মরকেল ইংল্যান্ড সফরের আগে পেস তারকা জসপ্রীত বুমরাহকে নিয়ে কোনো সংশয় দেখছেন না। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন,”বুমরাহ শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত এবং নিজের ফর্ম ফিরে পেয়েছেন।”

আইপিএলে মাত্র কয়েকটি ম্যাচ খেলার পর ইংল্যান্ড সফরের মতো গুরুত্বপূর্ণ সিরিজে অংশগ্রহণ করা বুমরাহর পক্ষে কঠিন হতে পারে—এমন ধারণা উড়িয়ে দিয়ে মরকেল বলেন, “সে জানে কিভাবে নিজেকে প্রস্তুত রাখতে হয়। গত তিন দিনের অনুশীলনে তার বোলিংয়ের ধার দেখে আমি অভিভূত। তাকে খুশি ও আত্মবিশ্বাসী মেজাজে দেখা অত্যন্ত উৎসাহব্যঞ্জক।”

advertisement

তিনি আরও যোগ করেন, “এই মুহূর্তে তার শারীরিক অবস্থা খুবই ভালো, এবং আমরা তাকে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করব। কারণ, সে আমাদের বোলিং আক্রমণের অন্যতম স্তম্ভ।” মরকেল জানান,”ভারতীয় দল টেস্ট সিরিজের জন্য নানা দিক থেকে প্রস্তুতি নিয়েছে। তবে দীর্ঘদিন টেস্ট না খেলার কারণে কিছুটা সময় লাগবে খেলোয়াড়দের সেই তীক্ষ্ণতা ও ধৈর্য ফিরে পেতে। তিনি বলেন, “নেট সেশন আর মাঠে ৯০ ওভার টিকে থাকা এক জিনিস নয়। আমাদের খেলোয়াড়দের সেই মানসিক ও শারীরিক প্রস্তুতি নিতে সময় দিতে হবে।”

advertisement

দলের প্রস্তুতি নিয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা তিনটি অনুশীলন সেশন করেছি। দুই দিন পর ভারত ‘এ’ দলের বিরুদ্ধে চার দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলব। সেখানে ছেলেরা কেমন পারফর্ম করে, সেটা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ হবে।” ইংল্যান্ডের পরিবেশ নিয়ে মরকেল বলেন, “মেঘলা আবহাওয়া বোলারদের সাহায্য করতে পারে, তবে উইকেট এখনো ভালো থাকবে। আমরা পরিস্থিতি অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে প্রস্তুত।”

advertisement

আরও পড়ুনঃ Preity Zinta: আইপিএল হারের পর এবার সবথেকে বড় ধাক্কা খাবে প্রীতি জিন্টা! এই যন্ত্রণা নিতে পারবেন তো?

সবশেষে তিনি উল্লেখ করেন, খেলোয়াড়দের মধ্যে অনুশীলনে নেতৃত্ব দেওয়ার মনোভাব ও দায়িত্ববোধ দেখে তিনি আনন্দিত এবং আশাবাদী। আসন্ন ইংল্যান্ড সফরে তিনি ভারতীয় দলের ভাল ফল নিয়েও আত্মবিশ্বাসী।

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs ENG: ইংল্যান্ড থেকে ভারতের জন্য খারাপ খবর? পাওয়া যাবে না প্রধান 'অস্ত্রকে'? বড় আপডেট দিলেন কোচ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল