ভারতের পরবর্তী টেস্ট সফর শুরু হচ্ছে ইংল্যান্ডে, যেখানে ২০ জুন থেকে শুরু হবে পাঁচ ম্যাচের সিরিজ। এই সিরিজ হবে নতুন নেতৃত্ব ও নবীন ক্রিকেটারদের জন্য নিজেদের প্রমাণের বড় মঞ্চ। বিসিসিআই প্রকাশিত এক ভিডিও বার্তায় গৌতম গম্ভীর বলেন, “এই দলকে আমরা দুটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পারি—আমরা আমাদের তিনজন অভিজ্ঞ খেলোয়াড়দের (রোহিত-কোহলি-অশ্বিন) ছাড়া নামছি, অথবা আমাদের সামনে আছে দারুণ একটা সুযোগ কিছু অসাধারণ করে দেখানোর।”
advertisement
তিনি আরও বলেন, “যদি আমরা ত্যাগ স্বীকার করতে পারি, স্বাচ্ছন্দ্যের জায়গা ছেড়ে বেরিয়ে আসি, প্রতিটি সেশন, প্রতিটি ঘণ্টা, প্রতিটি বলের জন্য লড়াই করি—তাহলে আমরা এই সফরকে স্মরণীয় করে তুলতে পারব। দেশের হয়ে খেলা হলো সবচেয়ে বড় সম্মান, সেটি উপভোগ করো।”
নতুন টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন শুভমান গিল। তরুণ এই ব্যাটারও গম্ভীরের কথার সঙ্গে একমত পোষণ করেছেন। তিনি বলেছেন, “চলুন প্রতিটি নেট সেশনকে অর্থবহ করে তুলি। চাপের মুখে নিজেদের খেলার ধরন আবিষ্কার করি। শুধু টিকে থাকার জন্য নয়, বরং কীভাবে নিজেদের সেরা খেলাটা খেলতে পারি সেটাই খুঁজে বের করতে হবে।”
আরও পড়ুনঃ আইপিএল শেষেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শাহরুখ খানের দল! বড় চমক দিল নাইটরা
তিন অভিজ্ঞ স্তম্ভ হারালেও, এই দলটিতে আছে তরুণ শক্তি, নতুন মনোভাব এবং দৃঢ় প্রতিজ্ঞা। ইংল্যান্ড সফর হবে সেই পরীক্ষার মঞ্চ যেখানে নতুন প্রজন্ম নিজেদের ছাপ রাখতে চাইবে ইতিহাসের পাতায়।