নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটার যদি ফিল্ডিংয়ের সময় দীর্ঘ সময় মাঠে না থাকেন, তাহলে সেই প্লেয়ার যদি ওপেনার বা মিডিল অর্ডার ব্যাটার হয়, তাহলে যত সময় মাঠের বাইরে ছিলেন তত সময় ব্যাটিং করতে নামতে পারবেন না। এই নিয়ম ততক্ষণই প্রযোজ্য হবে যতক্ষণ না ব্যাটিং টিমের ৫ উইকেট না পড়ছে। কিন্তু ব্যাটিং দসের যদি ৫ উইকেট পড়ে যায় তাহলে যখন খুশি ওই প্লেয়ার ব্যাট করতে নামতে পারবেন। ফলে নিয়ম অনুযায়ী ক্রিস ওকসের ব্যাটে নামায় কোনও অসুবিধা নেই।
advertisement
বর্তমানে ক্রিজে রয়েছেম জেমি ওভারটন ও জেমি স্মিথ। ইংল্যান্ডের টেলেন্ডাররা রয়েছে মাঠে। ভারতীয় ভক্তরা আশা করছেন যে আমাদের বোলাররা ইংল্যান্ডের লোয়ার অর্ডারকে দ্রুত গুটিয়ে ফেলবে। ইংল্যান্ডের ক্রিস ওকস প্রথম দিনে কাঁধে চোট পেয়েছিলেন। এর পরে, তিনি ব্যাটিং বা বোলিং করেননি। তবে ম্যাচের পঞ্চম দিনে প্রয়োজনে তিনি ব্যাট হাতে মাঠে নামবেন। জানিয়েছেন জো রুট।
আরও পড়ুনঃ IND vs ENG: ম্যাচ জিততে শেষ দিনে কী পরিকল্পনা ইংল্যান্ডের? ফাঁস করে দিলেন জো রুট!
রুট জানান, প্রয়োজনে ওক্স ব্যথা নিয়েই ব্যাট করতে প্রস্তুত। তিনি বলেন, “ও সাদা পোশাকে মাঠে নেমেছে মানেই ও পুরোপুরি প্রস্তুত। ও নিজের জীবন বিপন্ন করতেও প্রস্তুত।” ক্রিস ওকসের লড়াকু মানসিকতাকে স্যালুট জানিয়েছেন রুট। এই প্রসঙ্গে রুট চোট পাওয়া ঋষভ পন্থের সাহসিকতার প্রসঙ্গও টেনেছেন তিনি।