ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক জসপ্রীত বুমরাহ। কিন্তু সেই সিদ্ধান্ত বুমেরাং হয়। অজি পেস অ্যাটাকের সামনে ইনিংসের শুরু থেকেই নড়়বড়ে দেখাচ্ছিল ভারতীয় ব্যাটিং লাইনকে। ব্যর্থ পুরো টপ অর্ডার। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, দেবদূত পাড়িক্কল, কেএল রাহুলকা সকলেই ব্যর্থ। ভারতের ইনিংসে কিছুটা লড়াই করার চেষ্টা করেন ঋষভ পন্থ ও এই টেস্টে অভিষেক হওয়া নীতিশ কুমার রেড্ডি। তাদের ৪৮ রানের পার্টনারশিপের সৌজন্য়ে সম্মানজনক স্কোরে পৌছায় ভারত।
advertisement
ঋষভ পন্থ ৩৭ রান করে আউট হন। ৪১ রান করেন নীতিশ কুমার রেড্ডি। অভিষেক টেস্টে কিছুটা হলেও নজর কাড়লেন ভারতের তরুণ অলরাউন্ডার। এছাড়া কেএল রাহুলের ২৬ রানের ইনিংস ছাড়া বলার মতন কিছু নেই। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ ৪টি উইকেট নেন জস হ্য়াজেলউড। এছাড়া ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও মিচেল মার্শ।
আরও পড়ুনঃ IND vs AUS: বুমরাহের আগুনে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া! পারথে পাল্টা প্রত্যাঘাত ভারতের
১৫০ রান নিয়ে ভারতীয় দল খুব একটা লড়াই করবে তা অনেকেই ভাবেনি। কিন্তু জসপ্রীত বুমরাহের আগুনে স্পেল বদলে দেয় সব হিসেব নিকেশ। শুরুতেই অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খোয়াজা ও ন্যাথান ম্যাকসুইনিকে সাজঘরে ফেরান জসপ্রীত বুমরাহ। ক্রিজে এসে দাঁড়াতেই পারেননি স্টিভ স্মিথ। বুমরাহের প্রথম বলেই সাজঘরে ফেরেন তিনি।
এরপর মিচেল মার্শ ও লাবুশানের উইকেট নিয়ে অজিদের জোর ধাক্কা দেন মহম্মদ সিরাজ। ট্রেভিস হেডকে বোল্ড করেন হর্ষিত রানা। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৬৭ রানে ৭ উইকেট। ৪টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরাহ, ২টি মহম্মদ সিরাজ ও একটি শিকার করেছেন হর্ষিত রানা। ভারতের থেকে এখনও ৮৩ রান পিছিয়ে অস্ট্রেলিয়া।