IND vs AUS: বুমরাহের আগুনে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া! পারথে পাল্টা প্রত্যাঘাত ভারতের

Last Updated:
India vs Australia: পারথে যেখানে ভারতীয় ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ, সেখানে আগুনে স্পেল করলেন অধিনায়ক জসপ্রীত বুমরাহ। একাই ভেঙে দিলেন অজিদের ব্যাটিংয়ের কোমড়।
1/5
পারথে যেখানে ভারতীয় ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ, সেখানে আগুনে স্পেল করলেন অধিনায়ক জসপ্রীত বুমরাহ। একাই ভেঙে দিলেন অজিদের ব্যাটিংয়ের কোমড়। (Photo Courtesy- AP)
পারথে যেখানে ভারতীয় ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ, সেখানে আগুনে স্পেল করলেন অধিনায়ক জসপ্রীত বুমরাহ। একাই ভেঙে দিলেন অজিদের ব্যাটিংয়ের কোমড়। (Photo Courtesy- AP)
advertisement
2/5
প্রথম টেস্টে প্রথমে ব্যাট করে ভারতীয় দল মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যায়। পারথের উইকেটে বুমরাহের প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ওঠে প্রশ্ন। তবে বোলিংয়ে সমালোচকদের মুখ বন্ধ করালেন বুমবুম।  (Photo Courtesy- AP)
প্রথম টেস্টে প্রথমে ব্যাট করে ভারতীয় দল মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যায়। পারথের উইকেটে বুমরাহের প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ওঠে প্রশ্ন। তবে বোলিংয়ে সমালোচকদের মুখ বন্ধ করালেন বুমবুম। (Photo Courtesy- AP)
advertisement
3/5
মাত্র ১৫০ রানের পুঁজি নিয়ে বল করতে নেমে শুরুতেই অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খোয়াজা ও ন্যাথান ম্যাকসুইনিকে সাজঘরে ফেরান  জসপ্রীত বুমরাহ।  (Photo Courtesy- AP)
মাত্র ১৫০ রানের পুঁজি নিয়ে বল করতে নেমে শুরুতেই অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খোয়াজা ও ন্যাথান ম্যাকসুইনিকে সাজঘরে ফেরান জসপ্রীত বুমরাহ। (Photo Courtesy- AP)
advertisement
4/5
৮ রান করে বুমরাহের বলে আউট হন খোয়াজা ও ১০ রান করে এলবিডব্লুউ হন ম্যাকসুইনি। বুমরাহের একের পর এক ডেলিভারি সমস্যায় ফেলে অজি ব্যাটারদের।  (Photo Courtesy- AP)
৮ রান করে বুমরাহের বলে আউট হন খোয়াজা ও ১০ রান করে এলবিডব্লুউ হন ম্যাকসুইনি। বুমরাহের একের পর এক ডেলিভারি সমস্যায় ফেলে অজি ব্যাটারদের। (Photo Courtesy- AP)
advertisement
5/5
ক্রিজে এসে দাঁড়াতেই পারেননি স্টিভ স্মিথ। বুমরাহের প্রথম বলেই এলবিডব্লুউ হয়ে সাজঘরে ফেরেন স্মিথ। পরপর ৩টি উইকেট নিয়ে ভারতকে ম্যাচে জীবিত রাখেন বুমরাহ। (Photo Courtesy- AP)
ক্রিজে এসে দাঁড়াতেই পারেননি স্টিভ স্মিথ। বুমরাহের প্রথম বলেই এলবিডব্লুউ হয়ে সাজঘরে ফেরেন স্মিথ। পরপর ৩টি উইকেট নিয়ে ভারতকে ম্যাচে জীবিত রাখেন বুমরাহ। (Photo Courtesy- AP)
advertisement
advertisement
advertisement