কোপা আমেরিকায় চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর কোচ বদল হয়েছে ব্রাজিলের ৷ রাতারাতি দুঙ্গাকে সরিয়ে কোচ হিসেবে আদেনর লিওনার্দো বাক্কি বা ‘তিতে’-কেই নিয়ে আসা হয়েছে ৷ কিন্তু ব্রাজিল দলের সুপারস্টার নেইমার দ্য সিলভার সঙ্গে তাঁর দূরত্ব নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক ৷
নেইমারের সঙ্গে তিতের সম্পর্কে ফাটল ধরেছিল চার বছর আগে। নেইমার তখন স্যান্টোসের ফুটবলার। তিতে ছিলেন করিন্থিয়ান্স ম্যানেজার। ব্রাজিলের স্থানীয় ফুটবলের এক ম্যাচে স্যান্টোসের কাছে হেরে গিয়েছিল করিন্থিয়ান্স। নেইমারের আচরণে অসন্তুষ্ট তিতে ম্যাচের পর বিস্ফোরণ ঘটিয়েছিলেন। বলেছিলেন, ‘‘খেলায় জয় পরাজয় থাকেই। কিন্তু নেইমার ছোটদের কাছে খুব খারাপ উদাহরণ।’’ এরপরেই দু’জনের মধ্যে ব্যবধান তৈরি হয়।
advertisement
অশান্তির শেষ এখানেই হয়নি। নেইমারকে নিয়ে আরও একবার অসন্তোষ প্রকাশ করেছিলেন তিতে। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার জিকোর সঙ্গে নেইমারের তুলনা টেনে তিতেকে প্রশ্ন করা হয়েছিল। তিতের সাফ মন্তব্য ছিল , ‘‘নেইমার ভালো ফুটবলার তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু আমার মনে হয় ও জিকোর পর্যায়ের নয়। জিকো কমপ্লিট ফুটবলার ছিলেন। সেই জন্য তিনি কিংবদন্তি।’’ সেই তিতেই এবার ব্রাজিল দলের কোচ ৷ নেইমারের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন নিয়ে ইতিমধ্যেই জলঘোলা শুরু হয়ে গিয়েছে ৷
অন্যদিকে কোচ নিয়োগ নিয়ে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের বিরুদ্ধে তোপ দেগেছেন তিতের বর্তমান ক্লাব করিন্থিয়ান্স কর্তারা। ক্লাবের সভাপতি রবোর্তো আন্দ্রাদের অভিযোগ, ‘‘কনফেডারেশন কর্তাদের উচিত ছিল একবার অন্তত করিন্থিয়ান্সয়ের সঙ্গে আলোচনা করে নেওয়া। অথচ আমরা একটা ফোনও পাইনি। গোটা ঘটনায় ক্লাবের ম্যানেজমেন্ট প্রচণ্ড ক্ষুব্ধ।’’