TRENDING:

ICC World Cup 2023: বিশ্বকাপে ক্রিকেটে নয়া নজির, ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে নতুন ইতিহাস তৈরি করে জয় পাকিস্তানের

Last Updated:

ICC World Cup 2023: ১০ বল বাকি থাকতেই মারাত্মক জয়, জয়ের জন্য ৩৪৫ তাড়া করে হায়দরাবাদে শ্রীলঙ্কার ঝাঁঝ শেষ করে দিল পাকিস্তান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: শনিবাসরীয় ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগেই বিশ্বকাপের বাজার গরম করে দিল পাকিস্তান ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেটে বিশ্বকাপে নিজেদের ম্যাচ জিতল পাকিস্তান৷  ৪৮ বছরের পুরুষ একদিনের ক্রিকেটে ৫০ ওভারের ইতিহাসে সর্বোচ্চ রান চেজ করে জিতে ফেলল তারা৷ তবে এদিন পাক দুই ব্যাটার শতরান করলেও প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও ফ্লপ পাক অধিনায়ক বাবর আজম৷
দুরন্ত শতরান রিজওয়ানের - Photo - AP
দুরন্ত শতরান রিজওয়ানের - Photo - AP
advertisement

পাশাপাশি পাকিস্তানের নিজের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সফল রান চেজ করে আবদুল্লাহ শফিক, মহম্মদ রিজওয়ানের জোড়া শতরানে তুমুল জয় পাকিস্তানের৷

পাকিস্তানের রান তাড়া করে  সবচেয়ে বড় জয়   ৩৪৯ রান তাড়া করে৷  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই বিশাল রান তাড়া করে জিতেছিল ভারত৷ এদিন  পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৯ উইকেটে ৩৪৪ রান করে ৷ শ্রীলঙ্কার কুশালা মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমা শতরান করেন৷

advertisement

আরও পড়ুন –  Amitabh Bachchan Income: ছেলে অভিষেককে দশ গোল, বউমা ঐশ্বর্য্যও নেই ধারেকাছে, অমিতাভের প্রতি মাসে রোজগার আকাশ ছোঁওয়া

এদিকে শ্রীলঙ্কার এই বিশাল রান তাড়া করতে নেমে এদিন শুরুটা খুব একটা ভাল হয়নি৷ ফের ফ্লপ বাবর আজম৷ ইমান উল হকও রান পাননি৷ ২ উইকেটে ৩৭ থেকে পরের উইকেট পতন হয় ২১৩ রানে৷ আবদুল্লাহ শফিক এবং মহম্মদ রিজওয়ান জুটি পাকিস্তানের ইনিংসের হয়ে খেলা ধরে নেন৷ দুজনের শতরানে ভর দিয়ে পাকিস্তান ঐতিহাসিক জয়ের কাছাকাছি পৌঁছে যায়৷

advertisement

এদিন আবদুল্লাহ ১০৩ বলে ১১৩ রান করেন, তাঁর ইনিংস সাজানো ১০ টি চার ও ৩ টি ছয় দিয়ে৷ অন্যদিকে মহম্মদ রিজওয়ান ১২১ বলে ১৩১ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৮ টি চার ও ৩ টি ছয় দিয়ে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর পাশাপাশি পাকিস্তানের এই জয় ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে বড় জয়ে বাড়তি অক্সিজেন সঞ্চার করল৷ পাশাপাশি পরপর দুটি ম্যাচ জয় ও রানরেট ভাল থাকায় বেশ চনমনে পাকিস্তান৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ICC World Cup 2023: বিশ্বকাপে ক্রিকেটে নয়া নজির, ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে নতুন ইতিহাস তৈরি করে জয় পাকিস্তানের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল