পাশাপাশি পাকিস্তানের নিজের আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ সফল রান চেজ করে আবদুল্লাহ শফিক, মহম্মদ রিজওয়ানের জোড়া শতরানে তুমুল জয় পাকিস্তানের৷
পাকিস্তানের রান তাড়া করে সবচেয়ে বড় জয় ৩৪৯ রান তাড়া করে৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই বিশাল রান তাড়া করে জিতেছিল ভারত৷ এদিন পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৯ উইকেটে ৩৪৪ রান করে ৷ শ্রীলঙ্কার কুশালা মেন্ডিস এবং সাদিরা সামারাবিক্রমা শতরান করেন৷
advertisement
এদিকে শ্রীলঙ্কার এই বিশাল রান তাড়া করতে নেমে এদিন শুরুটা খুব একটা ভাল হয়নি৷ ফের ফ্লপ বাবর আজম৷ ইমান উল হকও রান পাননি৷ ২ উইকেটে ৩৭ থেকে পরের উইকেট পতন হয় ২১৩ রানে৷ আবদুল্লাহ শফিক এবং মহম্মদ রিজওয়ান জুটি পাকিস্তানের ইনিংসের হয়ে খেলা ধরে নেন৷ দুজনের শতরানে ভর দিয়ে পাকিস্তান ঐতিহাসিক জয়ের কাছাকাছি পৌঁছে যায়৷
এদিন আবদুল্লাহ ১০৩ বলে ১১৩ রান করেন, তাঁর ইনিংস সাজানো ১০ টি চার ও ৩ টি ছয় দিয়ে৷ অন্যদিকে মহম্মদ রিজওয়ান ১২১ বলে ১৩১ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৮ টি চার ও ৩ টি ছয় দিয়ে৷
এর পাশাপাশি পাকিস্তানের এই জয় ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে বড় জয়ে বাড়তি অক্সিজেন সঞ্চার করল৷ পাশাপাশি পরপর দুটি ম্যাচ জয় ও রানরেট ভাল থাকায় বেশ চনমনে পাকিস্তান৷