TRENDING:

Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা

Last Updated:

ম্যাচ শেষে তখন কথা বলবেন কী, চোখের জলই সামলাতে পারছিলেন না। অস্ট্রেলিয়াকে হারিয়ে কাঁদতে কাঁদতেই কোনও মতে মাইক্রোফোনটা হাতে নিয়ে জেমাইমা রড্রিগেজ নিজের মনের সব কথা এদিন ডিওয়াই পাটিল স্টেডিয়ামে বললেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ২০১৭-এর পর ২০২৫। আবার ৫০ ওভারের মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারত। রবিবার চ্যাম্পিয়নশিপ ম্যাচে জেমাইমা, মান্ধানাদের প্রতিপক্ষ প্রোটিয়ারা। সেমিফাইনালে অজিদের ৩৩৮ রান‌ তাড়া করতে নেমে জেমাইমার দুরন্ত শতরানের উপর ভর করে ৫ উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। অধিনায়ক হরমনপ্রীত করেন‌ ৮৯। শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ ১৬ বলে ২৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ২০০৩ বিশ্বকাপের সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে ৩৬০ রান তাড়া করে জিততে পারেনি ৷ ২০২৫-এ ভারতের মেয়েরা রেকর্ড ৩৩৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ম্যাচ জিততে তাঁরা সফল।
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা (Photo: AP)
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা (Photo: AP)
advertisement

India’s Jemimah Rodrigues celebrates after winning the ICC Women’s Cricket World Cup cricket semi final against Australia in Navi Mumbai, India, Thursday, Oct. 30, 2025. (AP Photo/Rajanish Kakade)

ম্যাচ শেষে তখন কথা বলবেন কী, চোখের জলই সামলাতে পারছিলেন না। অস্ট্রেলিয়াকে হারিয়ে কাঁদতে কাঁদতেই কোনও মতে মাইক্রোফোনটা হাতে নিয়ে জেমাইমা রড্রিগেজ নিজের মনের সব কথা এদিন ডিওয়াই পাটিল স্টেডিয়ামে বললেন ৷ জেমাইমা বলেন, ‘‘স্বপ্নের মতো মনে হচ্ছে। স্বপ্নটা এখনও শেষ হয়নি। সত্যিই গত এক মাসের কাজটা কঠিন ছিল। একা এটা করতে পারিনি। মা, বাবা, কোচ এবং আমার উপর যাঁরা বিশ্বাস রেখেছিলেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই।’’

advertisement

আরও পড়ুন– ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিশ্চিত হলে ৬ খাতের স্টক রকেটের গতিতে উঠবে ! বাজি ধরতে পারেন

আরও পড়ুন– ভারতের সবথেকে পরিষ্কার ৮ সমুদ্র সৈকত অবশ্যই ঘুরে দেখা উচিত, গুজরাত থেকে কেরল, দেখে নিন এক ঝলকে

তিনি যে ১৩৪ বলে অপরাজিত ১২৭ রানের এরকম দুর্ধর্ষ ইনিংস খেলবেন, ভাবেননি। জেমাইমা বললেন, ‘‘আমি জানতাম না যে, তিন নম্বরে ব্যাট করতে হবে। মাঠে নামার পাঁচ মিনিট আগে, আমাকে বলা হয়েছিল যে আমি তিন নম্বরে ব্যাট করছি। আজ আমার হাফ-সেঞ্চুরি বা সেঞ্চুরিটা বিষয় নয়। ভারতকে জিতিয়ে আনাই লক্ষ্য ছিল।’’

advertisement

India’s Jemimah Rodrigues, centre, celebrates with her teammates after winning the ICC Women’s Cricket World Cup cricket semi final against Australia in Navi Mumbai, India, Thursday, Oct. 30, 2025. (AP Photo/Rajanish Kakade)

সেরা ভিডিও

আরও দেখুন
'এই' ছোট্ট একটি গ্রামে হয় ২৭ টি জগদ্ধাত্রী পুজো, দেখতে হলে যেতে হবে 'নবাবে'র জেলায়
আরও দেখুন

জেমাইমা আরও বলেন, ‘‘আগে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আমরা হেরেছি। গত বছর আমাকে এই বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছিল। কোনও কিছুই নিজের নিয়ন্ত্রণে ছিল না। এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি। মানসিক ভাবে ভাল জায়গায় ছিলাম না। একটা উদ্বেগের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। জানতাম আমাকে জ্বলে উঠতে হবে।’’

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল