সেমি ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম একাদশ কেমন হবে তা নিয়েও কৌতুহল রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্যে। ভারতীয় মহিলা দলের সম্ভাব্য একাদশ অনুযায়ী ইনিংসের শুরু করতে চলেছে স্মৃতি মন্ধনা ও শেফালি ভার্মা। মিডল অর্ডারে দলকে ভরসা দেবেন জেমাইমা রড্রিগেজ ও হরমনপ্রীত কউর ও দেবীকা বৈদ্য। উইকেট কিপার ব্যাটার হিসেবে রিচা ঘোষের খেলা নিয়ে কোনও সন্দেহ নেই। অলরাউন্ডার হিসেবে থাকছেন দীপ্তি শর্মা ও পুজা বস্ত্রকর। বোলিং লাইনে থাকছেন শিখা পাণ্ডে, রেণুকা সিং, রাজেশ্বরী গায়কোয়ার।
advertisement
ভারতীয় মহিলা দলের সম্ভাব্য একাদশ: স্মৃতি মন্ধনা, শেফালি ভার্মা, জেমাইমা রড্রিগেজ, হরমনপ্রীত কউর (অধিনায়ক), দেবীকা বৈদ্য, দীপ্তি শর্মা, রিচা ঘোষ (উইকেটকিপার), শিখা পাণ্ডে, পুজা বস্ত্রকর, রেণুকা সিং, রাজেশ্বরী গায়কোয়ার।
আরও পড়ুনঃ Lionel Messi: পরের বিশ্বকাপ খেলবেন লিওনেল মেসি! বড় আপডেট দিলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি
অরপরদিকে, মহিলা অস্ট্রেলিয়া দল যে কতটা শক্তিশালী তা নতুন করে বার অপেক্ষা রাখে না। গ্রুপ পর্বে একশো শতাংশ জয়ের রেকর্ড নিয়ে শেষ চারের ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং অবশ্য সেমি ফাইনালে নিজেদের ফেভারিট মানতে নারাজ। ব্যাটিং-বোলিং বিভাগে একাধিক ক্রিকেটার রয়েছে যারা একাই ম্যাচের রং পাল্টে দিতে পারে।
অস্ট্রেলিয়ার সম্ভাব্য একাদশ: বেথ মুনি (উইকেটকিপার), মেগ ল্যানিং (অধিনায়ক), গ্রেস হ্যারিস, তাহিলা ম্যাকগ্রা, এলিস পেরি, অ্যাশলে গার্ডনার, অ্যালানা কিং, মেগান স্কাট, অ্যালিসা হেলি, ডার্সি ব্রাউন ও জর্জিয়া ওয়ারহ্যাম।