TRENDING:

খোদ ICC ট্রোল করল সচিনকে, স্টেপ আউট করে ছক্কা হাঁকালেন মাস্টারব্লাস্টার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সচিন তেন্ডুলকর মাস্টার অফ ব্যাটিং , তাঁর কৃতিত্বকে কুর্নিশ জানায় গোটা দুনিয়া৷ তবে তিনি শান্ত ভদ্র এভাবেই ভাবমূর্তি তাঁর ফ্যানদের কাছে ৷ মাঠের ব্যাটে যে আগ্রাসন দেখা যায় , বডি ল্যাঙ্গোয়েজে কখনই সেটা দেখা যায় না ৷ তবে তিনিও যে বেশ মুখের ওপর জবাব দিতে পারেন তা বুঝিয়ে দিলেন মাস্টারব্লাস্টার ৷
advertisement

সম্প্রতি একটা ভিডিওতে দেখা গিয়েছিল তেন্ডুলকর ও বিনোদ কাম্বলি মিডলসেক্সের গ্লোবাল অ্যাকাডেমিতে নবী মুম্বইতে বেশ মজা করে ক্রিকেট খেলছেন ৷ সেখানেই সচিন বেশ কয়েকটি লেগ স্পিন ডেলিভারি দিয়েছিলেন ৷ সেখানেই দেখা গিয়েছিল বলা করার সময় তিনি ওভার স্টেপ করেছেন ৷ আর সেটাকেই মজা করে শেয়ার করেছিল আইসিসি , লিখেছিল নিজের ফ্রন্ট ফুটটা দেখ ৷ আর তাতে জুড়ে দেওয়া হয়েছিল আম্পায়র স্টিভ বাকনরের ছবি ৷

advertisement

আরও পড়ুন - পরপুরুষের সঙ্গে আপত্তিজনক অবস্থায় মহিলা, ধরা পড়ে গেলেন খোদ স্বামীর কাছেই, তারপর পরিণতি হল মর্মান্তিক

এই স্টিভ বাকনরের বিভিন্ন ভুল সিদ্ধান্তের শিকার হয়েছেন সচিন ৷ তাই তিনিও এই সুযোগ ছাড়েননি ৷ লিখেছেন যাক বাবা এই সময়ে অন্তত আমি ব্যাট করছিলাম না বল করছিলাম ৷

advertisement

আরও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
খোদ ICC ট্রোল করল সচিনকে, স্টেপ আউট করে ছক্কা হাঁকালেন মাস্টারব্লাস্টার