TRENDING:

India vs Scotland: স্কটল্যান্ডের বিরুদ্ধে আজ চাই বড় জয়, পঞ্চম বোলার নিয়ে সমস্যায় ভারত

Last Updated:

India-Scotland Preview: নেট রান রেটের আরও উন্নতির জন্য আফগান ম্যাচের থেকেও আজ বড় জয় পাওয়াটা অত্যন্ত প্রয়োজন কোহলিদের ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুবাই: আফগানিস্তানের বিরুদ্ধে গত ম্যাচে জেতার পর নেট রান নেটে বেশ খানিকটা উন্নতি করেছে ভারতীয় দল ৷ কিন্তু সেটা একেবারেই যথেষ্ট নয় কোহলিদের জন্য ৷ আজ, শুক্রবার স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে টিম ইন্ডিয়া (India vs Scotland) ৷ নেট রান রেটের আরও উন্নতির জন্য আফগান ম্যাচের থেকেও আজ বড় জয় পাওয়াটা অত্যন্ত প্রয়োজন কোহলিদের (Virat Kohli) ৷
Photo: Twitter
Photo: Twitter
advertisement

আরও পড়ুন- আফগানদের হারিয়ে উন্নতি হয়েছে নেট রান রেটে, বিরাটদের সেমিফাইনালে ওঠার অঙ্ক কী ?

স্কটল্যান্ড, নামিবিয়ার মতো ছোট দলও যে কোনও সময় ভয়ঙ্কর হয়ে ওঠার ক্ষমতা যে রাখে, তা এই বিশ্বকাপেই দেখা গিয়েছে ৷ দুটি দলেরই পারফরম্যান্স যা আশা করা হয়েছিল, তার চাইতে অনেকটাই ভালো ৷ বিশেষ করে টি২০ ফরম্যাটের ক্রিকেটে আগের থেকে কোনও কিছুই নিশ্চিত ভাবে বলা সম্ভব নয় ৷ কারণ যে কোনও দিন অঘটন ঘটানোর ক্ষমতা রাখে যে কোনও দলই ৷

advertisement

তা সত্ত্বেও ভারতীয় সমর্থকরা আশা করতেই পারেন, আফগানিস্তান ম্যাচের মতোই আজ দুর্দান্ত পারফরম্যান্স দেখার মেন ইন ব্লু’দের ৷ ভালো স্পিন আক্রমণের বিরুদ্ধে খেলার সে রকম অভিজ্ঞতা নেই স্কটল্যান্ডের। তাই স্কটল্যান্ডের বিরুদ্ধে তিন স্পিনার খেলানোর সম্ভাবনা বেশি ভারতের।

আরও পড়ুন- বাবর, রিজওয়ানের সাফল্যের রেসিপি ফাঁস করলেন ব্যাটিং পরামর্শদাতা হেডেন

advertisement

গ্রপ-বি থেকে সবার আগে সেমিফাইনালে কোয়ালিফাই করেছে পাকিস্তান (Pakistan) ৷ এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে যাওয়া প্রায় পাকা নিউজিল্যান্ডেরও (New Zealand) ৷ লড়াইটা এখানেই ৷ কারণ ভারত যদি নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে নেট রান রেটে আরও উন্নতি করে আর নিউজিল্যান্ড তাদের বাকি ম্যাচগুলির মধ্যে কোনও একটিতেও হারে, তাহলেই কিন্তু সেমিফাইনালে যাওয়ার আশা থাকবে কোহলিদেরও ৷ তবে সে সম্ভাবনা অত্যন্ত কঠিন বলেই মনে করা হচ্ছে ৷ কারণ ভারত যদি নিজেদের শেষ দুই ম্যাচে দারুণ জয়ও পায়, সেক্ষেত্রে নিউজিল্যান্ড আফগানিস্তান বা নামিবিয়ার বিরুদ্ধে হারবে, তা কেউই আশা করতে পারছেন না ৷ তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা ৷ আফগানিস্তান বা নামিবিয়া কোনও দলই অঘটন ঘটাতে পারলেই কেল্লাফতে ৷ তাহলে সেমিফাইনালে যাওয়ার আশা থাকবে ভারতেরও ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
India vs Scotland: স্কটল্যান্ডের বিরুদ্ধে আজ চাই বড় জয়, পঞ্চম বোলার নিয়ে সমস্যায় ভারত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল