হেড টু হেড
টি২০ ফর্ম্যাটে ভারত-পাকিস্তান দু’দল পরস্পরের মুখোমুখি হয়েছে এখনও পর্যন্ত ৮ বার ৷ যার মধ্যে ৭টি-তে জিতেছে ভারত ৷ মাত্র একটি ম্যাচ জিতেছে পাকিস্তান ৷ পাশাপাশি টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৫টি ম্যাচ খেলে ৫টি-তেই জিতেছে ভারত ৷ অর্থাৎ ৫০ ওভারের বিশ্বকাপের মতো টি২০ বিশ্বকাপেও পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ভারত ৷ ২০০৭-এ প্রথমবার টি২০ ফর্ম্যাটে মুখোমুখি হওয়ার পর এখনও পর্যন্ত পরস্পরের বিরুদ্ধে ৮টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে ভারত এবং পাকিস্তান ৷ শেষবার দু’দল মুখোমুখি হয়েছিল ইডেনে ২০১৬ টি২০ বিশ্বকাপের ম্যাচে ৷ সেই ম্যাচে আশিস নেহরা, রবীচন্দ্রন অশ্বিনদের দাপটে সহজেই পাকিস্তানকে হারিয়েছিল ভারত ৷
advertisement
সবচেয়ে বেশি রান বিরাট কোহলির
টি২০ ফর্ম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ তাঁর সংগ্রহে ২৫৪ রান ৷ পাকিস্তানের বিরুদ্ধে ৬টি টি২০ ম্যাচ খেলে কোহলির গড় ৮৪.৬৬ ৷ এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের শোয়েব মালিক ৷ তাঁর সংগ্রহে ১৬৪ রান ৷ দু’জনেই খেলবেন আজকের ম্যাচে ৷
সবচেয়ে বেশি উইকেট উমর গুলের
ভারত-পাকিস্তান টি২০ ফর্ম্যাটের ক্রিকেটে দু’দলের বোলারদের মধ্যে সবেচেয়ে বেশি উইকেট নিয়েছেন উমর গুল ৷ ৬ ম্যাচে তাঁর ঝুলিতে ১১টি উইকেট ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন ইরফান পাঠান ৷ তিনি নিয়েছেন ৬টি উইকেট ৷ মহম্মদ আসিফ ৫ উইকেট এবং ভুবনেশ্বর কুমারের দখলে ৩টি ম্যাচ খেলে ৫ উইকেট ৷ এদের মধ্যে শুধুমাত্র ভুবনেশ্বর কুমারই আজকের ম্যাচে খেলবেন ৷ বাকিরা প্রত্যেকেই ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেকদিন আগেই ৷