হার্দিক পান্ডিয়া , ভুবনেশ্বর কুমার কেন প্রথম একাদশে জায়গা পেল আর কেন অশ্বিনের মতো অভিজ্ঞ বোলার দলের বাইরে রইল সেই নিয়ে উঠছে প্রশ্ন৷ হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) লম্বা সময় ধরে বোলিং করতে পারছেন না৷ কিন্তু শুধু ব্যাটসম্যান হিসেবে তিনি দলের জায়গা ধরে রাখার প্রয়োজনীয়তা বজায় রাখতে পারেননি৷ আইপিএলেও তিনি ফ্লপ ছিলেন৷
advertisement
আরও পড়ুন - Panchang Today: পঞ্জিকা ২৬ অক্টোবর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
(ICC World Cup 2021) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের খামতিগুলো একেবারে চোখের সামনে চলে এসেছে৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতের (Ind vs NZ) জয় অপরিহার্য৷ তা না হলে সেমিফাইনালে ওঠার আশা অনেকটা ফিকে হয়ে যাবে৷ ভারতীয় দলের এখন সবচেয়ে বড় চিন্তার কারণ টিম কম্বিনেশন ঠিক করা৷ এই ক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে অন্তত ৩ টি বদল আসবেই৷
আরও পড়ুন - Job Vacancy: Public Service Commissionএ ১৯০ শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ
অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন সুযোগ পাবেন বরুণ চক্রবর্তীর জায়গায়৷ দলের ব্যাটিংয়ে গভীরতা আনতে ইশান কিষাণকে সুযোগ দেওয়া হবে৷ ভুবনেশ্বর কুমার ফর্মে না থাকায় তাঁর জায়গায় শার্দুল ঠাকুরকে সুযোগ দেওয়া হওয়ার সম্ভবনা উজ্জ্বল৷
ভুবনেশ্বর কুমার আইপিএল ২০২১ ১১ ম্যাচে মাত্র ৬ উইকেট নিয়েছেন৷ তাঁর ইকনমি ৭.৯৭৷ অন্যদিকে শার্দুল গত দুটি মরশুমে আইপিএলে ঝকঝকে পারফরম্যান্স করেছেন৷ এবার ১৪ ইনিংসে ২৩ উইকেট নিয়েছেন৷
পাকিস্তানের বিরুদ্ধে বরুণ চক্রবর্তীর আত্মবিশ্বাস খানিকটা কম দেখিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় মঞ্চে যা দলের জন্য ক্ষতিকর৷ কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের মতো মঞ্চে মানসিক জোর পারফরম্যান্সের পাশাপাশি একইরকম গুরুত্বপূর্ণ বিষয়৷ সেই ক্ষেত্রে বরুণ চক্রবর্তীর জায়গায় তাঁকে রবিচন্দ্রন অশ্বিনের খেলার সম্ভবনা উজ্জ্বল৷ কারণ তাঁর অভিজ্ঞতা এই ধরণের মঞ্চে খুবই গুরুত্বপূর্ণ৷