TRENDING:

ICC T20 World Cup: Ind vs NZ: পাকিস্তানের কাছে হার থেকে শিক্ষা, এই চার ক্রিকেটারের নাম কাটা যাবে!

Last Updated:

টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup) ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) ম্যাচ ভারতের জন্য অ্যাসিড টেস্ট৷ এই ম্যাচে তাই বড় বদলের সম্ভবনা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুবাই: বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের প্রথম ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে সুপার ১২ খেলা হেরেছে৷ পাকিস্তানের বিরুদ্ধে ১০ উইকেটে হেরেছে তারা৷ বিশ্বকাপের ইতিহাসে ভারতের এটা পাকিস্তানের বিরুদ্ধে প্রথম হার৷ এই লড়াইতে ভারতীয় দল যেন কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি৷ যা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে৷ এমনকি দল নির্বাচন নিয়েও প্রশ্ন উঠছে৷ ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) ম্যাচে তাই বেশ কিছু বড় নাম কাটা যেতে পারে এমনটাই থিঙ্কট্যাঙ্ক সূত্রে খবর৷
ICC T20 World Cup: India vs New Zealand: Hardik Pandya,Bhuvneshwar Kumar,Varun Chakraborty to be replaced- Photo- File
ICC T20 World Cup: India vs New Zealand: Hardik Pandya,Bhuvneshwar Kumar,Varun Chakraborty to be replaced- Photo- File
advertisement

হার্দিক পান্ডিয়া , ভুবনেশ্বর কুমার কেন প্রথম একাদশে জায়গা পেল আর কেন অশ্বিনের মতো অভিজ্ঞ বোলার দলের বাইরে রইল সেই নিয়ে উঠছে প্রশ্ন৷ হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) লম্বা সময় ধরে বোলিং করতে পারছেন না৷ কিন্তু শুধু ব্যাটসম্যান হিসেবে তিনি দলের জায়গা ধরে রাখার প্রয়োজনীয়তা বজায় রাখতে পারেননি৷ আইপিএলেও তিনি ফ্লপ ছিলেন৷

advertisement

আরও পড়ুন - Panchang Today: পঞ্জিকা ২৬ অক্টোবর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

(ICC World Cup 2021) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় ক্রিকেট দলের খামতিগুলো একেবারে চোখের সামনে চলে এসেছে৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতের (Ind vs NZ) জয় অপরিহার্য৷ তা না হলে সেমিফাইনালে ওঠার আশা অনেকটা ফিকে হয়ে যাবে৷ ভারতীয় দলের এখন সবচেয়ে বড় চিন্তার কারণ টিম কম্বিনেশন ঠিক করা৷ এই ক্ষেত্রে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে অন্তত ৩ টি বদল আসবেই৷

advertisement

আরও পড়ুন - Job Vacancy: Public Service Commissionএ ১৯০ শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ

অভিজ্ঞ রবিচন্দ্রন অশ্বিন সুযোগ পাবেন বরুণ চক্রবর্তীর জায়গায়৷ দলের ব্যাটিংয়ে গভীরতা আনতে ইশান কিষাণকে সুযোগ দেওয়া হবে৷ ভুবনেশ্বর কুমার ফর্মে না থাকায় তাঁর জায়গায় শার্দুল ঠাকুরকে সুযোগ দেওয়া হওয়ার সম্ভবনা উজ্জ্বল৷

ভুবনেশ্বর কুমার আইপিএল ২০২১ ১১ ম্যাচে মাত্র ৬ উইকেট নিয়েছেন৷ তাঁর ইকনমি ৭.৯৭৷ অন্যদিকে শার্দুল গত দুটি মরশুমে আইপিএলে ঝকঝকে পারফরম্যান্স করেছেন৷ এবার ১৪ ইনিংসে ২৩ উইকেট নিয়েছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

পাকিস্তানের বিরুদ্ধে বরুণ চক্রবর্তীর আত্মবিশ্বাস খানিকটা কম দেখিয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় মঞ্চে যা দলের জন্য ক্ষতিকর৷ কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের মতো মঞ্চে মানসিক জোর পারফরম্যান্সের পাশাপাশি একইরকম গুরুত্বপূর্ণ বিষয়৷ সেই ক্ষেত্রে বরুণ চক্রবর্তীর জায়গায় তাঁকে রবিচন্দ্রন অশ্বিনের খেলার সম্ভবনা উজ্জ্বল৷ কারণ তাঁর অভিজ্ঞতা এই ধরণের মঞ্চে খুবই গুরুত্বপূর্ণ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup: Ind vs NZ: পাকিস্তানের কাছে হার থেকে শিক্ষা, এই চার ক্রিকেটারের নাম কাটা যাবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল