আরও পড়ুন- ছোট্ট ভামিকাকে নিয়ে সতীর্থ-পরিবারদের সঙ্গে হ্যালোউইনে মজে বিরাট-অনুষ্কা, দেখুন
কোহলিদের এখন শুধু নিজেদের বাকি তিন ম্যাচে বড় জয় পেলেই চলবে না ৷ বরং তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলির উপরেও ৷ যেমন আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারায় তাহলে লাভ ভারতেরই ৷ পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরপর হারের পর এখন বাকি ম্যাচগুলিতে দল পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়েই খেলবে বলে জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷
advertisement
ভারতের সেমিফাইনালে ওঠার অঙ্কটা এখন তাহলে কী ? টিম ইন্ডিয়াকে এখন নামিবিয়া, আফগানিস্তান এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে অবশ্যই জিততে হবে ৷ কারণ দলের নেট রান রেটের অবস্থা এখন যথেষ্ট খারাপ ৷ এর পাশাপাশি নিউজিল্যান্ডকে তাদের বাকি তিনটি ম্যাচের মধ্যে অন্তত দুটিতে হারতে হবে ৷ এবং আফগানিস্তানের নেট রান রেট যেহেতু এই মুহূর্তে অত্যন্ত ভালো ৷ সেক্ষেত্রে আফগানদের বিরুদ্ধে কোহলিদের শুধু জিতলেই চলবে না ৷ বড় ব্যবধানে জিততে হবে ৷
আরও পড়ুন-প্রচুর পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড
টি২০ বিশ্বকাপে ভারতের বাকি ম্যাচ
ভারত বনাম আফগানিস্তান, আবু ধাবি- বুধবার ৩ নভেম্বর
ভারত বনাম স্কটল্যান্ড, দুবাই- শুক্রবার ৫ নভেম্বর
ভারত বনাম নামিবিয়া, দুবাই- সোমবার ৮ নভেম্বর
অঙ্কের বিচারে ভারতের এখনও সেমিফাইনালে যাওয়ার আশা থাকলেও ভারতীয় সমর্থকরা কিন্তু হাল প্রায় ছেড়েই দিয়েছেন ৷ বিশেষ করে গতকাল, রবিবারের ম্যাচে ভারতীয় ব্যাটসম্যানদের বিশ্রী পারফরম্যান্স দেখার পর ৷ এত খারাপ কী করে খেলল টিম ! কবে শেষ এত খারাপ খেলেছে টিম ইন্ডিয়া, সেটাও কেউ মনে করে উঠতে পারছেন না ৷