TRENDING:

ICC T20 World Cup: Ind vs Pak: স্বামী দলে নেই, তবুও হঠাৎ তুমুল নাচ কেন, ক্রিকেটার পত্নীর Viral Video

Last Updated:

রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) মেগা ম্যাচ- ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আইসিসি টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (ICC T20 World Cup) শুরু হয়ে গেছে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে৷ কোয়ালিফাইং পর্ব শেষে মূলপর্বের খেলা শুরু হয়ে গেছে৷ সুপার ১২ স্টেজের খেলা শুরু হয়ে গেছে শনিবার থেকে৷ আর রবিবার টি টোয়েন্টি বিশ্বকাপে মেগা ম্যাচ- ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ৷ ধনশ্রী ভর্মা  (Dhanasree Verma) ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের (Tuzvendra Chahal) স্ত্রী৷ যুজবেন্দ্র চাহাল টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (T20 World Cup) ১৫ জনের দলে সুযোগ পাননি৷ কিন্তু তিনিও ভারতীয় ক্রিকেট দলের দুরন্ত ফ্যান৷ তাই ভারতের বিশ্বকাপ অভিযানের শুভেচ্ছা জানাতেই এই ধামাল নাচের ভিডিও৷ আর সেই নাচের ভিডিও সামনে আসতেই ভাইরাল ভিডিও (Viral Video)৷
 Yuzvendra Chahal's wife Dhanashree Verma dancing- Photo Courtesy- Dhanasree Verma/ Instagram  Video Grab
Yuzvendra Chahal's wife Dhanashree Verma dancing- Photo Courtesy- Dhanasree Verma/ Instagram Video Grab
advertisement

ভারতীয় ক্রিকেট দলের দাপুটে স্পিনার যুজবেন্দ্র চাহালকে এবার নির্বাচকরা টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দলে তাঁকে রাখেননি৷ তাঁর বদলে সুযোগ পেয়েছেন রাহুল চাহার৷ কিন্তু ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগেই ধনশ্রী ভাইরাল ভিডিও (Viral Video) বুঝিয়ে দিয়েছে সব কিছুর উর্ধ্বে দেশের জন্য ভালোবাসা, নিজের ক্রিকেট দলের জন্য ভালোবাসা৷

আরও পড়ুন - Ind-Pak: শুধু শোয়েবই ভারতের জামাই নন, Indian ললনার প্রেমে হাবুডুবু ‘এই’ Pak ক্রিকেটাররাও

advertisement

ধনশ্রী ভর্মা (Dhanashree Verma) ভারতীয় দলের নতুন জার্সিতে নাচের যে ভিডিও করেছেন তা এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷  ধনশ্রী ভর্মা ইনস্টাগ্রামে নিজের অফিসিয়াল হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করেছেন৷ তিনি ‘ঘুমাকে গেম দেখা ’ গানের সঙ্গে নাচছেন৷ এই ভিডিও ইতিমধ্যেই ইনস্টগ্রামে কয়েক লক্ষ মানুষ এই ভিডিও দেখেছেন৷ বহু মানুষ এই ভিডিও দেখার পাশাপাশি তা শেয়ারও করেছেন৷ ফলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারছে না৷

advertisement

যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) স্ত্রী ধনশ্রীর করা ভিডিওতে নিজের রিঅ্যাকশন দিয়েছেন তিনি , টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য টিম ইন্ডিয়াকে উদ্বুদ্ধ করার ডান্স ভিডিওতে (Viral Video)  লাল হৃদয়ের চিহ্ন দিয়েছেন৷

আরও পড়ুন- Viral: বন্দুকের সাইজ এত ছোট যে হাতের তালুতে লুকিয়ে ফেলা যায়! দাম ৫ লক্ষ টাকা

advertisement

আজ সন্ধ্যা সাড়ে সাতটায় মেগা ম্যাচে মুখোমুখি লড়াই ভারত বনাম পাকিস্তানের (Ind vs Pak)৷ অক্টোবরের ২৪ তারিখের এই ম্যাচ ঘিরে সারা ক্রিকেট দুনিয়ায় উন্মাদনা তুঙ্গে৷ টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের বিরুদ্ধে জয়ের রেকর্ড বহাল রাখতেই মাঠে নামবে বিরাট কোহলি এন্ড কোং৷ ভারতীয় দল নিজেদের দুটি অনুশীলন ম্যাচেই জিতেছে৷ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধ ব্যাটসম্যান ও বোলার সকলেই দারুণ ফর্মে আছেন এমনটাই মনে হয়েছে ক্রিকেট ফ্যানদের৷

বাংলা খবর/ খবর/খেলা/
ICC T20 World Cup: Ind vs Pak: স্বামী দলে নেই, তবুও হঠাৎ তুমুল নাচ কেন, ক্রিকেটার পত্নীর Viral Video
Open in App
হোম
খবর
ফটো
লোকাল