ভারতীয় ক্রিকেট দলের দাপুটে স্পিনার যুজবেন্দ্র চাহালকে এবার নির্বাচকরা টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) দলে তাঁকে রাখেননি৷ তাঁর বদলে সুযোগ পেয়েছেন রাহুল চাহার৷ কিন্তু ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগেই ধনশ্রী ভাইরাল ভিডিও (Viral Video) বুঝিয়ে দিয়েছে সব কিছুর উর্ধ্বে দেশের জন্য ভালোবাসা, নিজের ক্রিকেট দলের জন্য ভালোবাসা৷
আরও পড়ুন - Ind-Pak: শুধু শোয়েবই ভারতের জামাই নন, Indian ললনার প্রেমে হাবুডুবু ‘এই’ Pak ক্রিকেটাররাও
advertisement
ধনশ্রী ভর্মা (Dhanashree Verma) ভারতীয় দলের নতুন জার্সিতে নাচের যে ভিডিও করেছেন তা এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷ ধনশ্রী ভর্মা ইনস্টাগ্রামে নিজের অফিসিয়াল হ্যান্ডেল থেকে এই ভিডিও শেয়ার করেছেন৷ তিনি ‘ঘুমাকে গেম দেখা ’ গানের সঙ্গে নাচছেন৷ এই ভিডিও ইতিমধ্যেই ইনস্টগ্রামে কয়েক লক্ষ মানুষ এই ভিডিও দেখেছেন৷ বহু মানুষ এই ভিডিও দেখার পাশাপাশি তা শেয়ারও করেছেন৷ ফলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারছে না৷
যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) স্ত্রী ধনশ্রীর করা ভিডিওতে নিজের রিঅ্যাকশন দিয়েছেন তিনি , টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য টিম ইন্ডিয়াকে উদ্বুদ্ধ করার ডান্স ভিডিওতে (Viral Video) লাল হৃদয়ের চিহ্ন দিয়েছেন৷
আরও পড়ুন- Viral: বন্দুকের সাইজ এত ছোট যে হাতের তালুতে লুকিয়ে ফেলা যায়! দাম ৫ লক্ষ টাকা
আজ সন্ধ্যা সাড়ে সাতটায় মেগা ম্যাচে মুখোমুখি লড়াই ভারত বনাম পাকিস্তানের (Ind vs Pak)৷ অক্টোবরের ২৪ তারিখের এই ম্যাচ ঘিরে সারা ক্রিকেট দুনিয়ায় উন্মাদনা তুঙ্গে৷ টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের বিরুদ্ধে জয়ের রেকর্ড বহাল রাখতেই মাঠে নামবে বিরাট কোহলি এন্ড কোং৷ ভারতীয় দল নিজেদের দুটি অনুশীলন ম্যাচেই জিতেছে৷ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধ ব্যাটসম্যান ও বোলার সকলেই দারুণ ফর্মে আছেন এমনটাই মনে হয়েছে ক্রিকেট ফ্যানদের৷