আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোটের কারণে প্রতিযোগিতা থেকে ছিটকে গিয়েছেম অজি ওপেনার ম্যাথু শর্ট। আইসিসি ইভেন্টে একমাত্র কোনও প্লেয়াক চোট পেলেই প্রতিযোগিতার মাঝে স্কোয়াডে বদল করা যায়। কিন্তু ব্যাটারের বদলে সেমিফাইনালের কথা মাথা রেখে স্পিনার অলরাউন্ডার কুপার কোনোলিকে দলে নিল ৬ বারের বিশ্বজয়ীরা।
advertisement
দুবাইয়ের উইকেট কতটা স্পিন সহায়ক তা ভারতের খেলা তিনটি ম্যাচেই প্রমাণিত হয়েছে। বিশেষ করে শেষ ম্যাচে ২৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে নাকানিচোবানি খেতে হয়েছে কিউইদের। সেই কারণেই সেমিতে নামার আগে দলের স্পিন শক্তি আরও বাড়াল অস্ট্রেলিয়া। কুপার কোনোলি মিডিল অর্ডারে ব্যাট করার পাশাপাশি বাঁ হাতি স্পিন করে থাকেন।
আরও পড়ুনঃ IND vs AUS: সেমিফাইনালে না খেলেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যেতে পারে ভারত! জেনে নিন কীভাবে
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুবাইতে গ্রুপের শেষ ম্যাচে ৪ জন স্পিনার খেলিয়েছিল ভারতীয় দল। অস্ট্রেলিয়া দলে এমনিতেই অ্যাডাম জাম্পা, তনবীর সাঙা দুই প্রধান স্পিনার রয়েছে। এছাড়া পার্টটাইম হিসেবে রয়েছেন ট্রেভিস হেড ও গ্লেন ম্যাক্সওয়েল। কোনোলি খেললে পাঁচ স্পিনার নিয়ে সেমিতে নামতে পারে অজিরা। ফলে ভারতের অস্ত্রেই ভারতকে হারানোর ছক কষছে ব্যাগি গ্রিনরা।