আরও পড়ুন: ‘সকলকে ধন্যবাদ’, ফাইনাল জয়ের পরই বড় কথা বলে দিলেন রোহিত শর্মা
সম্পূর্ণ হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরশাহতে গত রাতে শেষ হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পেয়েছে রোহিতরা। ভারতের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে টুর্নামেন্ট। কিন্তু, ফাইনালের মঞ্চে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো প্রতিনিধি না দেখে শোয়েব রীতিমতো বিস্মিত। কারণ, টুর্নামেন্টের আয়োজক তো পাকিস্তান। অথচ সেখানে ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি রজার বিনি। ফাইনালের পর নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক ভিডিওতে শোয়েব বলেছেন, ’ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতছে। কিন্তু আমি দেখলাম সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো প্রতিনিধি নেই।পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন করছিল। আমি সেটা বুঝতেই পারছি না।’
advertisement
আরও পড়ুন: Rohit Sharma: ফাইনালে হিটম্যান শো! বড় ম্যাচে রো-হিট, রেকর্ড গড়লেন শর্মাজি
ফাইনালের মঞ্চে পিসিবির কাউকে না দেখাটা শোয়েবের কাছে খুব অপমানের মনে হচ্ছে। পাকিস্তানি তারকা এই পেসার বলেন, ’ট্রফিটা দেওয়ার জন্য কেন কেউ নেই সেখানে? এটা তো অবশ্যই চিন্তার ব্যাপার। এখানে তো থাকা উচিত ছিল। এমনটা দেখে নিজেরই খুব খারাপ লাগছে।’
রবিবার ফাইনালের মঞ্চে কিউয়িদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে জ্বলে ওঠেন হিটম্যান রোহিত শর্মা। তাঁর অসামান্য ৭৬ রান ভারতকে লক্ষ্যের কাছে পৌঁছাতে সাহায্য করে। বিরাট রান না পেলেও দলের বাকি সতীর্থদের যোগ্য সঙ্গতে এক ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে গত রাতে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা জিতে নেয় গম্ভীরের ছেলেরা। যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ।