অস্ট্রেলিয়ার ঘোষিত দলে তেমন কোনও বড় চমক নেই। অধিনায়কত্ব করবেন প্যাট কামিন্স। ২০২৩ সালে প্যাট কামিন্সের নেতৃত্বেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওডিআই বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া। এবারও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে অজিরা। তবে তার আগেই নিজের অধিনায়কত্বের কেরিয়ারে তৃতীয় আইসিসি ট্রফি জয়ের সুযোগ প্যাট কামিন্সের সামনে।
চোটের কারণে একদিকে যেমন ক্যামেরন গ্রিন ও শন অ্যাবটদের মত তারকারা দলে সুযোগ পাননি, ঠিক তেমনই চোট সারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সুযোগ পেয়েছেন জশ হ্যাজেলউড। গ্রিন ও অ্যাবটের বদলে প্রথমবারের জন্য কোনও আইসিসি ইভেন্ট খেলার সুযোগ পেলেন ম্যাট শর্ট ও আরন হার্ডি। এছাড়া নিজেদের পূর্ণ শক্তির দলই ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
advertisement
আরও পড়ুনঃ বাদ ৪ মহাতারকা! সঙ্গে বাইরে গেলেন আরও ৫ প্লেয়ার! ভারতের দল ঘোষণায় বড় চমক
এক ঝলকে দেখে নিন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারে, ন্যাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রেভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।