বাদ ৪ মহাতারকা! সঙ্গে বাইরে গেলেন আরও ৫ প্লেয়ার! ভারতের দল ঘোষণায় বড় চমক

Last Updated:

India vs England: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল কেমন হবে তা নিয়ে জল্পনার অন্ত নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যাবতীয় জল্পনার মধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।

News18
News18
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দল কেমন হবে তা নিয়ে জল্পনার অন্ত নেই। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর আইসিসির আরও এক মেগা প্রতিযোগিতায় কারা দলে সুযোগ পাবে সেদিকেই নজর সকলের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারলেও এখন চ্যাম্পিয়ন্স ট্রফিই ভারতের কাছে কার্যত মর্যাদা পুনরুদ্ধারের প্রতিযোগিতা।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যাবতীয় জল্পনার মধ্যেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্য়াচের টি-২০ সিরিজ ও ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণাতেও বড় চমক দিয়েছে বিসিসিআই। দলের বাইরে ৪ তারকা ক্রিকেটার। একইসঙ্গে গত সিরিজের ৫ তরুণ প্লেয়ারও সুযোগ পাননি ইংল্যান্ড সিরিজে। একইসঙ্গে প্রায় দেড় বছর পর দলে ফিরেছেন মহম্মদ শামি।
advertisement
চোটের কারণে জসপ্রীত বুমরাহকে রাখা হয়নি ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দলে। সেটা প্রত্যাশিতই ছিল। কিন্তু সবথেকে বড় চমক হল ঋষভ পন্থের দলে সুযোগ না পাওয়া। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি-২০ সিরিজে খেলেছিলেন পন্থ। এর পাশাপাশি টি-২০ ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা সত্ত্বেও দলে রাখা হয়নি যশস্বী জয়সওয়ালকে। সম্ভবত ওডিআই দলে সুযোগ পাবেন জয়সওয়াল। সেই কারণেই তাঁকে টি-২০ সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হচ্ছে। দলে নেই শুভমান গিলও। মনে করে হচ্ছে সকলকেই বিশ্রাম দেওয়া হয়েছে।
advertisement
advertisement
এছাড়া শেষ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় দলে সুযো পেয়েছিলেন এক ঝাঁক তরুণ তারকা। ছিলেন রমনদীপ সিং, জিতেশ শর্মা, আবেশ খান, যশ দয়াল ও বিজয়কুমার বৈশাখরা। কিন্তু এদের কাওকেই ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে রাখা হয়নি। সুযোগ পেয়েছেন নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, ধ্রুব জুরেল ও ওয়াশিংটন সুন্দররা। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখেই এমন দল ঘোষণা করেছে বিসিসিআই।
advertisement
এক ঝলকে দেখে নিন ইংল্যান্ডের বিরুদ্ধে ঘোষিত ভারতের টি-২০ দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, তিলক বর্মা, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ শামি, আর্শদীপ সিং, হর্ষিত রানা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, অক্ষর পটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বাদ ৪ মহাতারকা! সঙ্গে বাইরে গেলেন আরও ৫ প্লেয়ার! ভারতের দল ঘোষণায় বড় চমক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement