সেদিন ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব টস এবং ম্যাচের পর পাকিস্তান ক্য়াপ্টেন ও প্লেয়ারদের সঙ্গে হাত মেলাননি। ওই ঘটনায় অপমানিত পাকিস্তান ম্যাচ রেফারিকে নিয়ে অভিযোগ করেছিল। তবে সেসব ধোপে টেকেনি। আইসিসি পাকিস্তানের কথায় পাত্তা দেয়নি। এর পরের ম্যাচে এক ঘণ্টা দেরিতে মাঠে এসেছিল পাকিস্তান টিম। ম্যাচও দেরিতে শুরু হয়েছিল।
advertisement
দুই দলের মধ্যে প্রতিটি ম্যাচ রোমাঞ্চে ভরপুর হয়। এশিয়া কাপে এটি সবচেয়ে বড় ম্যাচ হিসেবে বিবেচিত হয়। ভক্তরা এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন।
আরও পড়ুন- Asia Cup 2025: এশিয়া কাপের সুপার ফোরের সূচি চূড়ান্ত, ভারতের কবে কবে খেলা? জেনে নিন
ডিডি ফ্রি ডিশ শুধুমাত্র সেই ম্যাচগুলো সম্প্রচার করবে যেখানে ভারতীয় দল খেলছে। অর্থাৎ, এশিয়া কাপে ভারতের প্রতিটি ম্যাচ আপনি ডিডি স্পোর্টস চ্যানেলে ফ্রি-তে দেখতে পারবেন।
ম্যাচটি কোথায় দেখা যাবে ফ্রি-তে?
এই হাইভোল্টেজ ম্যাচের ব্রডকাস্টিং রাইটস রয়েছে Sony Sports Network-এর কাছে। তবে প্রশ্ন হচ্ছে, এই ম্যাচ কি ফ্রিতে দেখা সম্ভব? হ্যাঁ, আপনি এই ম্যাচটি একেবারে ফ্রিতে আপনার টিভির পর্দায় দেখতে পারবেন। DD Sports, DD Free Dish এবং Doordarshan National-এ লাইভ টেলিকাস্ট। ডিডি স্পোর্টস চ্যানেলে এই ম্যাচের সরাসরি সম্প্রচার (Live Telecast) করা হবে।
