এই বছর প্রথমবার ন্যাশনাল চ্যাম্পিয়নের খেতাব জিতেছেন পয়মন্তী ৷ তবে রাজ্য স্তরের প্রতিযোগিতা ৷ দু’বছর আগে ২০২১ সালে পয়মন্তী রাজ্য থেকে সেরা হয়েছিলেন ৷
এছাড়াও সাবজুনিয়র, জুনিয়র, ইয়ুথ বিভাগে রাজ্য পর্যায়ে নিয়মিত খেতাব জিতেছেন তিনি ৷ এমনকী দেশের হয়ে জুনিয়র পর্যায়ে সার্বিয়ান ওপেনে সাফল্য পেয়েছেন বাংলার এই মেয়ে ৷
আরও পড়ুন- ভারতীয় দলে ৩ বড় বদল! দ্বিতীয় টেস্টে প্রোটিয়াদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ায় মহাচমক?
advertisement
হিন্দমোটরের নিম্নমধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা, এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প টেবিল টেনিসকে কেন্দ্র করেই ৷ বর্তমানে ৮৫ তম ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সিঙ্গলস ছাড়াও ডাবলসে সুতীর্থা মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে চ্যাম্পিয়ন পয়মন্তী ৷
তিনি বলেন, “আমি যে চ্যাম্পিয়ন হব তা ভাবিনি ৷ শুধুমাত্র নিজের খেলাটা খেলতে চেয়েছিলাম ৷ আমি এর আগে কোনদিন জাতীয় চ্যাম্পিয়নশিপের আসরে সেমিফাইনালে খেলিনি ৷ জাতীয় ক্রমতালিকায় রয়েছি নয় নম্বরে ৷ এটা পুরোটাই স্বপ্ন মনে হচ্ছে।
পয়মন্তী সিঙ্গলসের ফাইনালে সদ্য অর্জুন পুরস্কার পাওয়া ঐহিকা মুখোপাধ্যায়কে হারিয়েছেন ৷ তার আগে কোয়ার্টার-ফাইনাল এবং সেমিফাইনালে অর্চনা কামাথ এবং শ্রীজা কে পরাজিত করেছেন।
মাত্র ২১ বছরে জুনিয়র বিভাগে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক টেবিল টেনিসে মেডেল ও ট্রফি জয় করেছেন তিনি ৷ শরথ কমলকে আর্দশ মানা পয়মন্তী ইতিমধ্যে নিজের লক্ষ্য স্থির করেছেন ৷
আরও পড়ুন- ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকার অবসর ২০২৪ সালেই! নাম দুটো শুনলে হা হয়ে যাবেন
লক্ষ্যপূরণে ধাপে ধাপে এগোতে চান ৷ আগামী বছরেও খেতাব ধরে রাখা তাঁর লক্ষ্য ৷ পয়মন্তী বলেন, “ক্রমতালিকায় প্রথম চারে ঢুকে পড়া প্রথম লক্ষ্য ৷ তারপর জাতীয় দলে জায়গা করে নিতে হবে ৷ ফের জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করতে চাই, এই খেতাবটা ফ্লুকে আসেনি ৷”
এবারই প্রথম রেলের হয়ে সিনিয়র টিমে খেলার সুযোগ পেয়েছিলেন পয়মন্তী ৷ আর প্রথমবারেই সোনা জয় করেছেন তিনি ৷ এ বছর হরিয়ানায় ৮৫ তম ন্যাশনাল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অর্জুন পুরস্কার প্রাপক-সহ একাধিক খেলোয়াড়কে হারিয়েছেন হিন্দমোটরের বাসিন্দা পয়মন্তী ৷ রেলের হয়ে পুরস্কার জিতেছেন ৷ আগামীদিনে তাঁর লক্ষ্য এশিয়ান গেমস ও অলিম্পিকে সোনা জয় ৷
রাহী হালদার