স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ-২ এর শীর্ষে রয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ড দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে উঠল। গ্রুপ-১'এর শীর্ষে থেকে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। ফলে গ্রুপ-১'এর চ্যাম্পিয়ন ইংল্যান্ড সেমিফাইনাল গ্রুপ-২'এর রানার্স নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। অন্যদিকে, মুখোমুখি হবে গ্রুপ-২'এর চ্যাম্পিয়ন পাকিস্তান ও গ্রুপ-১'এর রানার্স অস্ট্রেলিয়া। পাকিস্তান এবার যেন স্বপ্নের ফর্মে রয়েছে। এখনও পর্যন্ত সুপার টুয়েলভ-এর কোনও ম্যাচে হারেনি পাকিস্তান। পর পর ম্যাচ জিতে চলেছে বাবর আজমের দল। ফলে এবার পাকিস্তান যে কাপ জয়ের সব থেকে বড় দাবিদার তা এখন বলার অপেক্ষা রাখে না। তবে ফর্মে রয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও।
advertisement
আরও পড়ুন- 'কেমন লাগছে ভারত?' আফগানিস্তান ম্যাচের মাঝে পাকিস্তানের খোঁচা
নিউ জিল্যান্ড তারকাবিহীন দল হওয়া সত্ত্বেও ভাল পারফর্ম করে চলেছে। তবে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে নিউ জিল্যান্ডকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। সেখানে পাকিস্তান হাসতে হাসতে এবার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। বাবর আজমের দলের বোলিং বিভাগ অসাধারণ পারফর্ম করছে। আবার বাবর আজম, শোয়েব মালিকরাও অসাধারণ ফর্মে রয়েছে। ফলে অলরাউন্ড পারফরম্যান্সে বিপক্ষকে চাপে ফেলে দিচ্ছে পাকিস্তান। প্রথম ম্যাচেই ভারতীয় দলকে হারিয়ে যথেষ্ট আত্মবিশ্বাস সংগ্রহ করে নিয়েছে পাকিস্তান।
প্রথম সেমিফাইনাল: ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড (১০ নভেম্বর, বুধবার, আবু ধাবি, সন্ধ্যে ৭টা ৩০)।
দ্বিতীয় সেমিফাইনাল: পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া (১১ নভেম্বর, বৃস্পতিবার, দুবাই, সন্ধ্যে ৭টা ৩০)।