আরও পড়ুন--শামি-হাসিন বিতর্কে নয়া মোড়, বিয়ের নথিতে হাসিন ব্যাচেলার বলে উল্লেখ !
পাশাপাশি হাসিন আরও জানান, যতই তিক্ততা থাকুক, শামি তাঁর স্বামী। পরিবার এবং ভবিষ্যতের কথা ভেবেই তিনি শামির কাছে যাচ্ছেন বলে জানান হাসিন ৷ তবে শামির সঙ্গে সম্পর্ক ঠিক করার ক্ষেত্রে একটি শর্তও রেখেছেন হাসিন ৷ তিনি স্পষ্ট জানান, শামি যদি প্রকাশ্যে তাঁর কাছে এসে ক্ষমা চেয়ে নেন, তাহলে তাঁকে ক্ষমা করে দিতে রাজি তিনি। হাসিনের কথায়, ‘‘দোষ করে ক্ষমা চাইলে তো কেউ ছোট হয় না, বরং মানুষ হিসেবে আরও বড় হয়।’’
advertisement
আরও পড়ুন--হাসিনকে এবার টাকা পাঠানো বন্ধ করলেন শামি
বিমানবন্দরে দাঁড়িয়ে এদিন হাসিন বলেন, ‘‘ দুর্ঘটনায় শামির চোট লেগেছে। মেয়েটাকে সামনে পেলে হয়তো ওঁর যন্ত্রণা কিছুটা কমবে। আমিও তো রক্তমাংসের মানুষ, আমারও অনুভূতি আছে। লড়াইয়ের জায়গায় লড়াই আছে। কিন্তু আমারই তো স্বামী, ওঁর চোট লাগায় আমার খারাপ লেগেছে। ওঁর কী অনুভূতি হচ্ছে সেটা বলতে পারব না ৷ কিন্তু দুর্ঘটনায় ওঁর চোট লেগেছে ৷ সেটা দেখে আমার খুব খারাপ লাগছে। ’’