ভারতের প্রাক্তন প্রধান নির্বাচক কৃষ্ণমাচারী শ্রীকান্ত বড়সড় অভিযোগ করলেন। অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে হর্ষিত রানাকে অন্তর্ভুক্ত করার জন্য টিম ম্যানেজমেন্টের তীব্র সমালোচনা করেন তিনি।
ওয়ানডে দলের বারবার রদবদল নিয়ে মুখ খোলেন তিনি। ব্যাকআপ উইকেটকিপারের জন্য সঞ্জু স্যামসনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। শ্রীকান্ত বলেছেন, এই ধরনের নির্বাচন খেলোয়াড়দের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে। ২০২৪ সালের নভেম্বর থেকে মাত্র চার মাসের মধ্যে সব ফরম্যাটে অভিষেক করেছেন হর্ষিত। সম্প্রতি এশিয়া কাপজয়ী দলের সদস্য ছিলেন। রানাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের ওয়ানডে স্কোয়াডে চারজন স্পেশালিস্ট পেসারের একজন হিসেবে দলে নেওয়া হয়েছে।
advertisement
শ্রীকান্ত বলেছেন, হঠাৎ করে যশস্বী জয়সওয়াল দলে থাকে, আবার পরের দিন থাকে না। পুরো দলে একমাত্র স্থায়ী সদস্য হর্ষিত রানা। কেউই জানে না কেন তিনি দলে রয়েছেন! এই রকম কাটাছেঁড়া করে ওরা খেলোয়াড়দের আত্মবিশ্বাস নষ্ট করে দিচ্ছে। কিছু খেলোয়াড় পারফর্ম করলেও দলে থাকে না। আর কিছু খেলোয়াড় পারফর্ম না করলেও থেকে যায়। এখনকার দিনে দলে থাকতে হলে হর্ষিত রানার মতো গম্ভীরের ইয়েসম্যান হতে হয়। তা হলেই নির্বাচিত হওয়া যায়। এখন থেকেই ২০২৭ বিশ্বকাপের জন্য দল গঠন শুরু করা উচিত। কিন্তু আমার মনে হয়, ওরা সেটা করছে না। যদি হর্ষিত রানা আর নীতিশ কুমার রেড্ডির মতো খেলোয়াড়দের সম্ভাব্য হিসেবে তালিকায় রাখা হয়, তা হলে ট্রফি জয়ের স্বপ্ন না রাখাই ভাল।”
আরও পড়ুন- ৭০ কোটি টাকার অ্যাপার্টমেন্ট, তার পর ইডির ডাক! দুঃসময়ে গব্বর গেলেন বিশেষ জায়গায়
নিজের ইউটিউব চ্যানেলে কৃষ্ণমাচারী শ্রীকান্ত একের পর এক বিস্ফোরক দাবি করেছেন। রানা তাঁর টেস্ট অভিষেক করেন গত বছর বর্ডার-গাভাসকর ট্রফিতে। দুই ম্যাচে মোট চারটি উইকেট নেন। এর পর তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে অভিষেক করেন এবং পরবর্তীতে সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পান। উল্লেখ্য, রানা এশিয়া কাপে খুব একটা ভাল পারফর্ম করতে পারেননি। দুই ম্যাচে ২ উইকেট নেন। ৭৯ রান দেন।