ম্যাচ চলাকালীন পাকিস্তানি পেসার হারিস রউফ ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে ‘৬-০’ ইশারা করে বিতর্কের জন্ম দেন। যা একাধিক ছবি ও ভিডিওতেও ধরা পড়ে। এই ইশারা পাকিস্তানের সেই ভিত্তিহীন দাবিকে ইঙ্গিত করে যে, ভারত-পাকিস্তানের সীমান্ত উত্তেজনা ও অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান নাকি ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপতিত করেছিল।
মাঠে ফিল্ডিং করার সময় রউফকে বাউন্ডারির ধারে দাঁড়িয়ে ভারতীয় ফ্যানেদের দিকে ‘৬-০’ দেখাতে দেখা যায়। সেই মুহূর্তের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং তা ঘিরে দুই দেশের ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতের বিপক্ষে ম্যাচে রউফ ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন — সূর্যকুমার যাদবকে তিন বলের মধ্যে শূন্য রানে আউট করেন এবং সঞ্জু স্যামসনকে ১৩ রানে বোল্ড করেন।
advertisement
তবে ম্যাচে পাকিস্তান ১৭১ রানের লক্ষ্য রক্ষা করতে ব্যর্থ হয় এবং ভারত ৬ উইকেটে জয় পায়। ম্যাচের উত্তেজনার মধ্যেই ভারতীয় সমর্থকরা হ্যারিস রউফকে ব্যঙ্গ করে ‘বিরাট কোহলি’ নাম ধরে চিৎকার করতে থাকেন। বিরাট কোহলি না থাকলেও, তবু ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার রউফকে মারা পরপর দুটি ছক্কার কথা স্মরণ করাতে ভক্তরা এই নাম ধরে চিৎকার করেন।
আরও পড়ুনঃ IND vs PAK: ব্যাটে জবাবের পর সোশ্যাল মিডিয়াতেও পাকিস্তানকে কটাক্ষ অভিষেক-গিলের!মুহূর্তে ভাইরাল পোস্ট
রউফ ভক্তদের চিৎকারে বিরক্ত না হয়ে, বরং হাত নেড়ে তাদের আরও জোরে চিৎকার করতে বলেন। তবে এই ‘৬-০’ ইশারাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এমন আচরণ মাঠের খেলাধুলার স্পিরিটের পরিপন্থী এবং সেটি দুই দেশের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলতে পারে।
