TRENDING:

IND vs PAK: ভারতীয় ফ্যানেদের বিতর্কিত ৬-০ ভঙ্গিতে অপমান হ্যারিস রউফের! পাল্টা যা করল ভারতীয় ফ্যানেরা...দেখুন

Last Updated:

IND vs PAK: এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচেও চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে হেলায় হারিয়েছে ভারতীয় দল। অভিষেক শর্মা ও শুভমান গিলের ব্যাটিং দাপটের সৌজন্যে পাকিস্তানের দেওয়া ১৭২ রানের টার্গেট ৭ বল বাকি থাকতেই করে ফেলে টিম ইন্ডিয়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচেও চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে হেলায় হারিয়েছে ভারতীয় দল। অভিষেক শর্মা ও শুভমান গিলের ব্যাটিং দাপটের সৌজন্যে পাকিস্তানের দেওয়া ১৭২ রানের টার্গেট ৭ বল বাকি থাকতেই করে ফেলে টিম ইন্ডিয়া। ম্যাচে ভারত ও পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি একাধিকবার তৈরি হয়। যা খেলার উত্তেজনা আরও বাড়িয়ে তোলে।
News18
News18
advertisement

ম্যাচ চলাকালীন পাকিস্তানি পেসার হারিস রউফ ভারতীয় সমর্থকদের উদ্দেশ্যে ‘৬-০’ ইশারা করে বিতর্কের জন্ম দেন। যা একাধিক ছবি ও ভিডিওতেও ধরা পড়ে। এই ইশারা পাকিস্তানের সেই ভিত্তিহীন দাবিকে ইঙ্গিত করে যে, ভারত-পাকিস্তানের সীমান্ত উত্তেজনা ও অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান নাকি ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপতিত করেছিল।

মাঠে ফিল্ডিং করার সময় রউফকে বাউন্ডারির ধারে দাঁড়িয়ে ভারতীয় ফ্যানেদের দিকে ‘৬-০’ দেখাতে দেখা যায়। সেই মুহূর্তের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় এবং তা ঘিরে দুই দেশের ভক্তদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভারতের বিপক্ষে ম্যাচে রউফ ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট নেন — সূর্যকুমার যাদবকে তিন বলের মধ্যে শূন্য রানে আউট করেন এবং সঞ্জু স্যামসনকে ১৩ রানে বোল্ড করেন।

advertisement

তবে ম্যাচে পাকিস্তান ১৭১ রানের লক্ষ্য রক্ষা করতে ব্যর্থ হয় এবং ভারত ৬ উইকেটে জয় পায়। ম্যাচের উত্তেজনার মধ্যেই ভারতীয় সমর্থকরা হ্যারিস রউফকে ব্যঙ্গ করে ‘বিরাট কোহলি’ নাম ধরে চিৎকার করতে থাকেন। বিরাট কোহলি না থাকলেও, তবু ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তার রউফকে মারা পরপর দুটি ছক্কার কথা স্মরণ করাতে ভক্তরা এই নাম ধরে চিৎকার করেন।

advertisement

আরও পড়ুনঃ IND vs PAK: ব্যাটে জবাবের পর সোশ্যাল মিডিয়াতেও পাকিস্তানকে কটাক্ষ অভিষেক-গিলের!মুহূর্তে ভাইরাল পোস্ট

সেরা ভিডিও

আরও দেখুন
দু'দশকে বেতন পাননি এক টাকাও, কিন্তু সময় হলেই স্কুলে হাজির হন শিক্ষার ঝুলি নিয়ে
আরও দেখুন

রউফ ভক্তদের চিৎকারে বিরক্ত না হয়ে, বরং হাত নেড়ে তাদের আরও জোরে চিৎকার করতে বলেন। তবে এই ‘৬-০’ ইশারাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, এমন আচরণ মাঠের খেলাধুলার স্পিরিটের পরিপন্থী এবং সেটি দুই দেশের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
IND vs PAK: ভারতীয় ফ্যানেদের বিতর্কিত ৬-০ ভঙ্গিতে অপমান হ্যারিস রউফের! পাল্টা যা করল ভারতীয় ফ্যানেরা...দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল