আরও পড়ুন- ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর ! ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ৭৫% দর্শক-ছাড় ইডেনে
হার্দিক পান্ডিয়ার বিস্ফোরক মন্তব্য-
বিরাট কোহলির নেতৃত্বে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের পারফরম্যান্স ভাল ছিল না। হার্দিক পান্ডিয়ার নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। হার্দিক বলছিলেন, তিনি অনুভব করছিলেন, ওই টুর্নামেন্টে দলের খারাপ পারফরম্যান্সের জন্য পুরো দোষ তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি ব্যাটর হিসেবে দলে নির্বাচিত হয়েছিলেন বলেও দাবি করেছেন।
advertisement
টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন আচরণ-
হার্দিক পান্ডিয়া জানিয়েছেন, তিনি টি-২০ বিশ্বকাপে বোলিং করার চেষ্টা করেছিলেন। হার্দিক বললেন, ''বিশ্বকাপে আমরা যে পরিস্থিতিতে ছিলাম, আমার মনে হয়েছিল সব কিছু আমার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি ব্যাটর হিসেবে দলে নির্বাচিত হয়েছিলাম। তা হলে কেন আমার বোলিং করা নিয়ে বারবার প্রশ্ন করা হচ্ছিল!''
হার্দিক আরও বলেছেন, 'প্রথম ম্যাচে বল করার অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু পারিনি। আমি দ্বিতীয় ম্যাচেও বোলিং করেছি। এমনকী চোট নিয়ে সেটা করা আমার উচিত ছিল না।'' হার্দিক বলেছেন, তাঁকে ব্যাটার হিসেবে দলে নেওয়া হলেও বোলিং করানো হয়েছিল। সেই সময় তাঁর বল করার কথা ছিল না।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এর জন্য যখন দল নির্বাচন হয়েছিল, তখন প্রধান নির্বাচক চেতন শর্মা বলেছিলেন, হার্দিক অলরাউন্ডার হিসাবে দলে নির্বাচিত হয়েছেন এবং নিয়মিত চার ওভারের কোটা পূরণ করবেন। তবে এবার পান্ডিয়া অন্য দাবি করে বসলেন।
আরও পড়ুন- ইংল্যান্ডকে হারিয়ে ভারতে পা রাখছে ছন্দে থাকা ভয়ঙ্কর ওয়েস্ট ইন্ডিজ
হার্দিক পান্ডিয়া আরও বলেন, আমি অলরাউন্ডার হিসেবে খেলতে চাই। আমার সব সময় প্রস্তুতি থাকে অলরাউন্ডার হিসেবে খেলার জন্য। তবে অনেক সময় চোট অনেক হিসেব বদলে দেয়।
'দেশের হয়ে বিশ্বকাপ জিততে চাই'
হার্দিক আরও বলেছেন, 'আমি দেশের হয়ে বিশ্বকাপ জিততে চাই। যে কোনও ক্রিকেটার সেটা চায়। তাই বিশ্বকাপে যে কেউ নিজেকে উজাড় করে দিতে চায়।' আসন্ন আইপিএলে পান্ডিয়া আহমেদাবাদের দায়িত্ব নিচ্ছেন এবং এমন পরিস্থিতিতে তাঁর অধিনায়কত্বে আহমেদাবাদ দল কেমন পারফরম্যান্স করে তার দিকেই নজর ক্রিকেটপ্রেমীদের।