IND vs WI series : ইংল্যান্ডকে হারিয়ে ভারতে পা রাখছে ছন্দে থাকা ভয়ঙ্কর ওয়েস্ট ইন্ডিজ

Last Updated:

Kieron Pollard led West Indies will make strong challenge to India. ভারতকে কড়া চ্যালেঞ্জ জানাবে ওয়েস্ট ইন্ডিজ বলছেন প্রাক্তন অধিনায়ক

ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে লড়াই সহজ নয় ভারতের
ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে লড়াই সহজ নয় ভারতের
ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ জিতে আসার পরেই গোটা দলের আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে। সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে স্যামি জানান দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জেতা সহজ হবে না ভারতের পক্ষে,ভারতের বিরুদ্ধে যথেষ্ট লড়াই করবে ক্যারিবিয়ানরা।তিনি বলেন, বর্তমান অধিনায়ক পোলার্ড ভারতের বিরুদ্ধে জয়লাভ করার সুযোগ খুজবেন।
advertisement
advertisement
তিনি বহুদিন ভারতের মাটিতে খেলেছেন এবং এখানকার পরিস্থিতি ভালভাবে জানেন। ইংল্যান্ডের বিরুদ্ধে সফরের তিনি নতুন অনেক প্রতিভার উন্মোচন করেছেন। তাই স্যামি মনে করছেন ভারতের বিরুদ্ধে ভাল খেলবে ওয়েস্ট ইন্ডিয়ানরা। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ উভয়ই সম্প্রতি বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে।
advertisement
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে জয় তাদের উদ্বুদ্ধ করবে। অন্যদিকে ভারতের প্রদর্শনও খুব একটা আশানুরূপ হচ্ছে না। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ এর মতই গ্রুপ পর্বে বিদায় নিতে হয়েছে। বিরাট কোহলি নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে দলে এখন একটা টালমাটাল অবস্থা বর্তমান। দক্ষিণ আফ্রিকায় সফরে টেস্ট সিরিজে ২-১ এ হেরেছে এবং একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে ভারত।
advertisement
নতুন কোচ এবং অধিনায়কের নেতৃত্বে ২০২২ এর শুরুটা একদমই ভাল হয়নি ভারতের। এছাড়াও টেস্ট দলের এখনও তারা নতুন অধিনায়ক নিয়োগ করতে পারেননি ভারতীয় বোর্ড। অন্যদিকে সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজেও খুব ভাল পারফরম্যান্স করেছে গোটা ওয়েস্ট ইন্ডিজ দল। শেষ ম্যাচে জ্যাসন হোল্ডার একা হাতে ম্যাচ জেতান।শেষ ওভারে ৪ বলে ৪টি উইকেট নিয়ে ইংরেজদের থেকে জয় ছিনিয়ে আনেনে তিনি। ম্যাচের এবং সিরিজের সেরা খেলোয়াড় হিসেবেও নির্বাচিত হন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।
advertisement
এই জয় তাদের উদ্বুদ্দ করবে ভারতের বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দিতে। পোলার্ড,হোল্ডার সহ বহু ক্রিকেটার ভারত সফরে দলে আছেন যারা ভারতে নিয়মিত আইপিএলে ভাল পারফরম্যান্স করেছেন। ভারতের পিচ এবং আবহাওয়া সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল তারা। ভারতের বিরুদ্ধে আসন্ন সিরিজ যা তাদের সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের দল ইতিমধ্যেই নির্বাচন হয়ে গেছে।নিকোলাস পুরান, ড্যারেন ব্রাভো,রস্টন চেস,শাই হোপ সহ বহু বিধ্বংসী ব্যাটসম্যান আসছে ভারতে। তাই আশা করা যায় ভারতেই অধিনায়ক পোলার্ড এর নেতৃত্বে ভারতকে কঠিন চ্যালেঞ্জ দিতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজ।
বাংলা খবর/ খবর/খেলা/
IND vs WI series : ইংল্যান্ডকে হারিয়ে ভারতে পা রাখছে ছন্দে থাকা ভয়ঙ্কর ওয়েস্ট ইন্ডিজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement