পাক বোর্ডের তরফে হুমকিও দেওয়া হয়েছে, চলতি বছর এশিয়া কাপ খেলতে ভারত পাকিস্তানে না এলে, তারাও বিশ্বকাপ খেলতে ভারত যাবে না। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট জয় শাহ স্বয়ং নিরপেক্ষ দেশে টুর্নামেন্ট করার কথা বলেছেন। তারপর আরও ক্ষেপে গেছে পিসিবি। এই ইস্যুতে এবার মুখ খুললেন হরভজন সিং।
স্পষ্টই বলে দিলেন, পাকিস্তানে খেলতে যাওয়াই উচিত নয় ভারতের। হরভজনের কথায়, পাকিস্তানে যাওয়াই উচিত নয় খেলতে। ওখানকার নাগরিকরাই সুরক্ষিত নয়। সেখানে ভারতীয় ক্রিকেটাররা কেন যাবে? ভারত সরকার একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তা আগে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতকে নিয়ে আশাবাদী ভাজ্জি।
advertisement
বলেছেন, আশা করছি এবার আমরা চ্যাম্পিয়ন হব। বিরাট রানের মধ্যে আছে। এটাই বড় ব্যাপার। ভারত যদি ৪০০ রান তুলে ফেলতে পারে, তাহলে বিপক্ষের ২০ উইকেট তুলে নেওয়ার ক্ষমতা আছে বোলারদের। পাকিস্তানে যেভাবে বিস্ফোরণ ঘটছে এবং সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছে তাতে হরভজন খুব ভুল কথা বলেছেন বলা যাবে না।
অন্যদিকে পাকিস্তান যতই হুমকি দিক তারা ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে আসবে না, আইসিসির চাপে শেষ পর্যন্ত তারা সেটা করতে পারবে না বলেই মত ক্রিকেট মহলের। পাকিস্তান বোর্ড যদিও যুক্তি দেখায় অন্য দেশ যখন আসছে পাকিস্তানে খেলতে, সেখানে ভারতের সমস্যা কোথায়? কিন্তু অন্য দেশ আর ভারতের মধ্যে পাকিস্তানের মাটিতে খেলার পার্থক্য আছে এটা কে না জানে?