TRENDING:

অসুস্থ সিধুকে দেখতে হাসপাতালে ভাজ্জি

Last Updated:

অসুস্থ নভজোৎ সিং সিধুকে হাসপাতালে গিয়ে দেখে এলেন হরভজন সিং৷ দিল্লির ইন্দ্রপ্রস্থের একটি বেসরকারি হাসপাতালে ‘ডিপ ভেইন থ্রমবোসিস’-এর জন্য ভর্তি রয়েছেন সিধু৷ তবে বর্তমানে তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷ কয়েকদিন আগেই প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন সিধুকে দেখতে গিয়েছিলেন৷ সোমবার দেখে এলেন ভাজ্জি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অসুস্থ নভজোৎ সিং সিধুকে হাসপাতালে গিয়ে দেখে এলেন হরভজন সিং৷ দিল্লির ইন্দ্রপ্রস্থের একটি বেসরকারি হাসপাতালে ‘ডিপ ভেইন থ্রমবোসিস’-এর জন্য ভর্তি রয়েছেন সিধু৷ তবে বর্তমানে তাঁর অবস্থা কিছুটা স্থিতিশীল বলে জানা গিয়েছে ৷ কয়েকদিন আগেই প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন সিধুকে দেখতে গিয়েছিলেন৷ সোমবার দেখে এলেন ভাজ্জি৷
advertisement

‘শেরি পাজি’-কে দেখতে গিয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন টার্বোনেটর ৷ এছাড়া দু’জনে সেলফি তুলে ট্যুইটারে তা প্রকাশও করেন ৷ তাঁকে দেখতে আসার দিনই অশ্বিনের জায়গায় একদিনের দলে ডাক পেলেন হরভজন ৷ তাই ভাজ্জির জন্য সৌভাগ্যের দিন বলে মজাও করলেন সিধু ৷ এছাড়া হরভজন সিং-য়ের ৫০০ উইকেট পাওয়া নিয়ে বেশ আশাবাদী ‘শেরি পাজি’৷ এখন দেখার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পড়ে পাওয়া সুযোগ কতটা কাজে লাগাতে পারেন ভাজ্জি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
অসুস্থ সিধুকে দেখতে হাসপাতালে ভাজ্জি