ব্যাটিং আজকাল আরও উন্নত হয়ে উঠেছে। বোলিংও তাই। ক্রিকেট খেলার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ফিল্ডিংও এখন আগের থেকে উন্নত হয়েছে। কয়েক দশক আগে যা ভাবা যেত না, এখন সেরকমই ফিল্ডিং দেখা যাচ্ছে ক্রিকেটে।
আরও পড়ুন- ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা! ঋষভ পন্থের বান্ধবীর পাত্তা ছিল না এতদিন, এবার মুখ খুললেন
ফিল্ডিংয়ের যে উচ্চতা ক্রিকেটাররা সেট করেছেন তা দেখে মাঝেমধ্যে চমকে যেতে হয়। বাউন্ডারি লাইন ফিল্ডিং, ক্যাচ বা বাউন্ডারি বাঁচানোর চেষ্টা এসব ক্ষেত্রে অ্যাটলেটিসিজম এবং মনের জোর যেন অন্য পর্যায়ে পৌঁছে গিয়েছে।
advertisement
এবার একজন ফিল্ডারের বাউন্ডারি লাইন ক্যাচের ভিডিও শেয়ার করলেন মাইকেল ভন। সেই মাইকেল ভন, যিনি কথায় কথায় ভারতীয় ক্রিকেটকে খোঁচা দেন। সেই ভন এবার ভারতেরই এক পাড়া ক্রিকেট টুর্নামেন্টের ভিডিও শেয়ার করে লিখলেন- সর্বকালের সেরা ক্যাচ হয়তো এটাই।
ভিডিওটি স্থানীয় টেনিস বল ক্রিকেট টুর্নামেন্টের। ভাইরাল ক্লিপে দেখা যাচ্ছে, একজন ফিল্ডার ক্যাচ ধরার সময় হাতের সঙ্গে পা-ও ব্যবহার করলেন। ক্রিকেট নাকি ফুটবল খেলছেন সেই খেলোয়াড়!
জেমস নিশাম এটিকে "অসামান্য" ক্যাচ বলে অভিহিত করেছেন। মাইকেল ভন বলেছেন: " এটা নিশ্চয়ই সর্বকালের সেরা ক্যাচ।"
আরও পড়ুন- উইকেট পড়লেই 'জয় বাংলা' স্লোগান! রঞ্জি সেমিতে মধ্যপ্রদেশকে কাঁপিয়ে দিল বাংলা
সম্প্রতি অস্ট্রিয়ান ক্রিকেটার মাইকেল নেসার বিগ ব্যাশ লিগের একটি ম্যাচে জাগলিং করে বাউন্ডারি লাইনে ক্যাচ ধরেছিলেন। সেই ভিডিও ভাইরাল হয়েছিল। এবার এক ভারতীয় ক্রিকেটার সেরকমই ক্যাচ ধরে সবাইকে চমকে দিলেন।