১৭ বছর বয়সী গুকেশ দাবার দুনিয়ায় আলোড়ন ফেলে দিলেন। ২০২৩ সুপার ইউনাইটেড রাপিড অ্যান্ড ব্লিটজ টুর্নামেন্টে বিশ্বনাথন আনন্দকে হারাল গুকেশ। টুর্নামেন্টের অষ্টম রাউন্ডে ভারতের এই বিস্ময় বালক হারিয়ে দিলেন আনন্দকে।
আরও পড়ুন- জন্মদিনে রহস্যের অবসান ঘটালেন সৌরভ গঙ্গোপাধ্যায়, এবার থেকে নতুন ভূমিকায় দাদা
৪০ মুভের লড়াই। তাতেই চেক মেট আনন্দ। এই মুহূর্তে আনন্দ ও গুকেশের পয়েন্ট ১০। চতুর্থ স্থানে টাই। গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে আপাতত গুকেশের পা মাটিতেই। গুকেশ বলে, খেলার শেষে আনন্দ স্যর আমাকে কয়েকটি দরকারি টিপস দেন। আজ ভাল খেলেছি। তাই জিতেছি। এই জয়টা অবশ্যই স্পেশাল। তবে আনন্দ স্যর যে কোনও সময় সমতা ফেরাতে পারেন।
advertisement
ফ্যাবিয়ানো কারুয়ানা এবং ইয়ান নেপোমনিয়াচতি আপাতত এই টুর্নামেন্টের শীর্ষস্থানে রয়েছেন। দুজনেই ১২ পয়েন্টে দাঁড়িয়ে। তবে দিনের শুরুতে কিন্তু আনন্দ শীর্ষে থেকে শুরু করেছিলেন। পরে তাঁকে ২ পয়েন্ট খোয়াতে হয়।
আরও পড়ুন- সুনীল ছেত্রীকে নিয়ে বিশেষ প্রতিবেদন বিবিসি – তে! ভারতকে আবার গর্বিত করলেন
টুর্নামেন্টের তিন নম্বরে রয়েছেন ম্যাগনাস কার্লসেন। বিশ্ব ক্রম তালিকায় এক নম্বরে থাকা কার্লসেন ফর্ম ফিরে পেয়েছেন কিছুটা।