TRENDING:

কমনওয়েলথের দশম দিনে সোনার দৌড় অব্যাহত ভারতের

Last Updated:

কমনওয়েলথ গেমস-এর দশম দিনে সোনার দৌড় অব্যাহত ভারতীয়দের । কুস্তির ৫০ কেজি ফ্রিস্টাইলে কানাডার জেসিকা ম্যাকডোনাল্ডকে হারিয়ে সোনা জিতলেন বিনেশ ফোগাট। মণিকা বাত্রা মহিলা বিভাগের টেবিল টেনিস সিঙ্গেলসে সোনা পান ৷ ৬২ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জয় সাক্ষী মালিকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গোল্ড কোস্ট: কমনওয়েলথ গেমস-এর দশম দিনে সোনার দৌড় অব্যাহত ভারতীয়দের । দিনের প্রাথমিক বিপর্যয় কাটিয়ে গা ঝাড়া দিয়ে জ্বলে ওঠে ভারতের ছেলে-মেয়েরা ৷ তারই ফলশ্রুতি একের পর এক পদক জয় ভারতের ৷ স্বাভাবিক ভাবেই এক চরম অনুভূতি ৷
advertisement

আরও  পড়ুন :  কমনওয়েলথের দশম দিনে পরপর সোনা ভারতের

কুস্তির ৫০ কেজি ফ্রিস্টাইলে কানাডার জেসিকা ম্যাকডোনাল্ডকে হারিয়ে সোনা জিতলেন বিনেশ ফোগাট। মণিকা বাত্রা  মহিলা বিভাগের টেবিল টেনিস সিঙ্গেলসে সোনা জিতেছেন   ৷ ৬২ কেজি ফ্রিস্টাইল কুস্তিতে ব্রোঞ্জ জয় সাক্ষী মালিকের।

আরও  পড়ুন :  তীব্র জলসংকটে ভুগবে দেশ, স্যাটেলাইট গবেষণায় দাবি

advertisement

ব্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি সাইনা নেওয়াল ও পিভি সিন্ধু হওয়ার এই বিভাগেও সোনা ও রুপো নিশ্চিত করেছে ভারত ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এখনও পর্যন্ত কমনওয়েলথ গেমসে ভারতের মোট পদক সংখ্যা ৫১।  এর মধ্যে রয়েছে ২৩টি সোনা, ১৩টি রুপো ও ১৫টি ব্রোঞ্জ।

বাংলা খবর/ খবর/খেলা/
কমনওয়েলথের দশম দিনে সোনার দৌড় অব্যাহত ভারতের