তীব্র জলসংকটে ভুগবে দেশ, স্যাটেলাইট গবেষণায় দাবি

Last Updated:

দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা বিভিন্ন সময়ে গবেষণায় জানিয়েছে আগামীদিনে তীব্র জল সংকটের মুখে পড়তে চলেছে ভারত ৷ এবার স্যাটেলাইট জানাল দিল সেই দিন আর বেশি দেরি নেই ৷

#নয়াদিল্লি: দেশি-বিদেশি বিভিন্ন সংস্থা বিভিন্ন সময়ে গবেষণায় জানিয়েছে আগামীদিনে তীব্র জলসংকটের মুখে পড়তে চলেছে ভারত ৷ এবার স্যাটেলাইটও জানান দিল সেই দিন আর বেশি দেরি নেই ৷
advertisement
সম্প্রতি এক স্যাটেলাইট গবেষণায় জানা গেছে ভারত ছাড়া আরও বেশ কয়েকটি দেশে খুব তাড়াতাড়ি তীব্র জলসংকট দেখা দিতে পারে ৷ নলকূপগুলি সম্পূর্ণ শুকিয়ে যেতে পারে ৷ ভারতের ছাড়াও জল সংকটের শিকার হতে পারে ইরাক, মরক্কো, স্পেনও ৷ পৃথিবীর লক্ষ লক্ষ জলাধারের ওপর গবেষণা করে জানা গেছে, ক্রমশ যে ভাবে জলস্তর নিচে নেমে যাচ্ছে তাতে খুব তাড়াতাড়ি সমস্ত নলকূপ শুকিয়ে জলের হাহাকার দেখা দেবে দেশে  ৷
advertisement
মূলত দেশের জলাশয়, জলাধারগুলি অপব্যবহার পরিবেশের ওপর তার প্রভাব সব দিক দিয়ে বিশ্লেষণ করে পূর্বাভাস পাওয়া যায় তীব্র জল সংকট ভোগান্তি বয়ে নিয়ে আসবে ৷
এরই মধ্যে ভারতের বিভিন্ন শহরে জল সংকটের পূর্বাভাস পাওয়া গেছে ৷ মধ্যপ্রদেশে জলস্তর স্বাভাবিকের থেকে এক তৃতীয়াংশ নিচে ৷ গুজরাতেও জল সেচের সমস্যা দেয় জল স্তরের তারতম্যের জন্য ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তীব্র জলসংকটে ভুগবে দেশ, স্যাটেলাইট গবেষণায় দাবি
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement