TRENDING:

Hockey : মেয়েদের হকিতে চক দে ইন্ডিয়া! সবিতার হাত ধরে ব্রোঞ্জ, নিউজিল্যান্ড বধ কমনওয়েলথে

Last Updated:

Goalkeeper Savita Punia brilliant in penalty shootout as Indian women hockey team beat New Zealand. মেয়েদের হকিতে ব্রোঞ্জ জয়, সবিতার হাত ধরে নিউজিল্যান্ড বধ কমনওয়েলথে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: কমনওয়েলথ গেমসে (CWG 2022) মহিলা হকির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতীয় দলের পরাজয়ের পর তোলপাড় ক্রীড়াদুনিয়া। বলা হচ্ছে, ভারত অবিচারের শিকার। প্রবল বিতর্কের মুখে দুঃখপ্রকাশ জানিয়েছিল আন্তর্জাতিক হকি সংস্থা। শুক্রবার মহিলা হকির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ ছিল।
মেয়েদের হকিতে চক দে ইন্ডিয়া
মেয়েদের হকিতে চক দে ইন্ডিয়া
advertisement

আরও পড়ুন - Amit Panghal : বক্সিংয়ে ব্রিটিশ বধ ভারতের! দাপটে জোড়া সোনা জিতলেন অমিত এবং নীতু

পরে পেনাল্টি শ্যুট আউটে ০-৩ গোলে হেরে যায় ভারত। অনেকেই এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠেছিলেন ভারতীয় মহিলা হকি দলের প্রতি অবিচার দেখে। কিন্তু তবুও আশা ছিল তিন নম্বর পজিশনে শেষ করার। ব্রোঞ্জ পদক জয় খারাপ নয় খালি হাতে ফেরার থেকে।

advertisement

রবিবার মেয়েদের সামনে ছিল নিউজিল্যান্ড। সবিতা, সেলিমা, লালরেমসিয়ামি, মনিকা, গ্রেসদের কাছে সুযোগ ছিল অন্তত ব্রোঞ্জ পদক জিতে শেষ করা। টোকিও অলিম্পিকে গ্রেট ব্রিটেনের কাছে হেরে হাতছাড়া হয়েছিল পদক। তাই আজ শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়িয়ে দিতে চেষ্টার ত্রুটি রাখবে না ভারতের মেয়েরা জানাই ছিল।

ভারতের মহিলা দলের ডাচ কোচ প্রথম থেকেই আক্রমনাত্মক হকি খেলার নির্দেশ দিয়েছিলেন। চেষ্টা ছিল যত তাড়াতাড়ি সম্ভব গোল তুলে নিয়ে বিপক্ষকে চাপে ফেলে দেওয়া। আর এক্ষেত্রে মহিলা দলের পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ গুরজিত বড় ভূমিকা পালন করতে চলেছেন জানা ছিল।

advertisement

প্রথম কোয়ার্টারে গোল হয়নি। যদিও সেলিমা এবং সঙ্গীতা গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিলেন। শেষ পর্যন্ত দ্বিতীয় কোয়ার্টারের শেষদিকে ভারতকে এগিয়ে দিলেন সেলিমা তেতে। তবে ভারত একাধিক পেনাল্টি কর্নার পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি। খেলা শেষ হওয়ার ১৮ সেকেন্ড আগে পেনাল্টি স্ট্রোক থেকে সমতা ফিরিয়ে আনে নিউজিল্যান্ড। খেলা গড়ায় টাই ব্রেকারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

শেষ পর্যন্ত ভারতীয় গোলরক্ষক সবিটা পুনিয়ার প্রচেষ্টায় ইতিহাস তৈরি করে মহিলা দল। একাধিক পেনাল্টি স্ট্রোক বাঁচিয়ে দেন তিনি। ভারত ম্যাচটা জিতে নেয় ২-১ ব্যবধানে। টোকিওতে খালি হাতে ফিরতে হয়েছিল। বার্মিংহ্যামে সেটা হল না। ম্যাচ শেষে আবেগের বিস্ফোরণ ঘটে গেল।

বাংলা খবর/ খবর/খেলা/
Hockey : মেয়েদের হকিতে চক দে ইন্ডিয়া! সবিতার হাত ধরে ব্রোঞ্জ, নিউজিল্যান্ড বধ কমনওয়েলথে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল