অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। তার সেই সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়। নিউজিল্যান্ড জয়ের জন্য ২০১ রানের টার্গেট দেয় তাদের। ডেভন কনওয়ের ঝড়ো ইনিংসের (৫৮ বলে ৯২ রান) সৌজন্যে নিউজিল্যান্ড বড় রান করে।
আরও পড়ুন- গতবারের ফাইনাল হারের বদলা, ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারাল নিউজিল্যান্ড
advertisement
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এই দুই দলের মধ্যে খেলা হয়েছিল। সেবার নিউজিল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়া শিরোপা জিতেছিল। এদিন প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নারের উইকেট পান টিম সাউদি। এর পর অস্ট্রেলিয়ার একের পর এখ উইকেট পড়তে থাকে। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া মাত্র ১১১ রানে গুটিয়ে যায়।
আরও পড়ুন- পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ১০ জন ক্রিকেটার চূড়ান্ত, ১১ নম্বর কে, চিন্তায় রোহিত-দ্রাবিড়
এই ম্যাচে নিউজিল্যান্ডের ফিল্ডার গ্লেন ফিলিপস সুপারম্যান-এর মতো উড়ে ক্যাচ নেন। সেই ক্যাচের ভিডিও ভাইরাল হচ্ছে। চার নম্বরে ব্যাট করতে নামা মার্কাস স্টইনিস ও গ্লেন ম্যাক্সওয়েল বড় ইনিংস খেলার জন্য লড়াই করছিলেন। নবম ওভারের দ্বিতীয় বলে স্টয়নিস বোলার মিচেল স্যান্টনারকে কভারের উপর দিয়ে মারার চেষ্টা করেন। গ্লেন ফিলিপস অনেকটাই দূরে ছিলেন। কিন্তু ২৯ মিটার ছুটে এসে ক্যাচ ধরেন গ্লেন।
ফিলিপস ক্যাচ নিতে ২৯ মিটার দৌড়েছিলেন। টুর্নামেন্টে এখনও অনেক ম্যাচ বাকি। কিন্তু গ্লেন ফিলিপসের এই ক্যাচটিকে এখনই অনেকে টুর্নামেন্টের সেরা ক্যাচ বলছেন।