TRENDING:

টেনিস খেলাটা মেসির কাছে এখন অপ্রাসঙ্গিক! ফেডেরার বিদায়ে মনমরা আর্জেন্টাইন তারকা

Last Updated:

Genius and unique sports icon Roger Federer will be remembered forever says Lionel Messi. টেনিস খেলাটা মেসির কাছে এখন অপ্রাসঙ্গিক! ফেডেরার বিদায়ে মনমরা আর্জেন্টাইন তারকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#প্যারিস: সারা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার অসংখ্য ভক্ত। মাসখানেক পর হয়তো জীবনের শেষ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট খেলতে চলেছেন তিনি। তার আগে হঠাৎ করে মন খারাপ লিওনেল মেসির। একজন জিনিয়াস অন্য জিনিয়াসের কদর করতে জানেন। মূল্য দিতে জানেন। সেটাই প্রমাণ করলেন লিওনেল মেসি।
ফেডেরারের বিদায় মানতে পারছেন না মেসি
ফেডেরারের বিদায় মানতে পারছেন না মেসি
advertisement

দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেদেরার। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নিজের র‍্যাকেট তুলে রাখার। ফেদেরারের বিদায়ের ঘোষণা স্বাভাবিকভাবেই কাঁদিয়েছে বিশ্বব্যাপী তার কোটি ভক্তকে। শুধু সাধারণ ভক্ত নয়, তার বিদায় ছুঁয়ে গেছে অনেক কিংবদন্তি ক্রীড়াবিদকেও।

আরও পড়ুন - বন্ধু রজারের বিদায় লগ্নে ভাষা হারিয়েছেন সচিন, চোখের জল ফেলছেন নাদাল

advertisement

তাদের মধ্যে রয়েছেন ফুটবল ইতিহাসের সেরাদের মধ্যে অন্যতম সেরা লিওনেল মেসি। টেনিস কোর্টের সবুজ ঘাসে সাদা টিশার্ট পরা ফেদেরারের দাপিয়ে বেড়ানো মিস করবেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল পেজে মেসি লিখেছেন, একজন জিনিয়াস, টেনিস ইতিহাসের অনন্য খেলোয়াড় এবং যেকোনো ক্রীড়াবিদের জন্য অনেক বড় উদাহরণ।

আপনার জীবনের নতুন পর্যায়ের জন্য শুভকামনা। আমরা আপনাকে কোর্টে মিস করবো রজার ফেদেরার। আগামী সপ্তাহে লন্ডনে শুরু হবে লেভার কাপ। এটাই হবে তার ক্যারিয়ারে সর্বশেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। এরপর আর কোনো এটিপি ট্যুর কিংবা গ্র্যান্ড স্লামে লড়াই করতে দেখা যাবে না বিশ্বের তুমুল জনপ্রিয় এই ক্রীড়াবীদকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মেসি জানিয়েছেন ফুটবলের বাইরে টেনিস তার প্রথম পছন্দ। রজার ফেদরার তার নেশা। কোর্টে রজারকে দেখা মানে নিজের চোখে আরাম দেওয়া। তার ছেলেরাও সুইস তারকার অন্ধ ভক্ত। মেসি আশা করেননি হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়ে ফেলবেন রজার ফেডেরার। তবে জিনিয়াসরা এরকমই হন। বিদায় লগ্নে তাকে সেলাম জানিয়েছেন এল এম ১০। পাশাপাশি টেনিসে আর একটা রজার ফেদেরার কখনও আসবে না নিশ্চিত মেসি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
টেনিস খেলাটা মেসির কাছে এখন অপ্রাসঙ্গিক! ফেডেরার বিদায়ে মনমরা আর্জেন্টাইন তারকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল