দীর্ঘ ২৪ বছরের ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেদেরার। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নিজের র্যাকেট তুলে রাখার। ফেদেরারের বিদায়ের ঘোষণা স্বাভাবিকভাবেই কাঁদিয়েছে বিশ্বব্যাপী তার কোটি ভক্তকে। শুধু সাধারণ ভক্ত নয়, তার বিদায় ছুঁয়ে গেছে অনেক কিংবদন্তি ক্রীড়াবিদকেও।
আরও পড়ুন - বন্ধু রজারের বিদায় লগ্নে ভাষা হারিয়েছেন সচিন, চোখের জল ফেলছেন নাদাল
advertisement
তাদের মধ্যে রয়েছেন ফুটবল ইতিহাসের সেরাদের মধ্যে অন্যতম সেরা লিওনেল মেসি। টেনিস কোর্টের সবুজ ঘাসে সাদা টিশার্ট পরা ফেদেরারের দাপিয়ে বেড়ানো মিস করবেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন জাদুকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অফিসিয়াল পেজে মেসি লিখেছেন, একজন জিনিয়াস, টেনিস ইতিহাসের অনন্য খেলোয়াড় এবং যেকোনো ক্রীড়াবিদের জন্য অনেক বড় উদাহরণ।
আপনার জীবনের নতুন পর্যায়ের জন্য শুভকামনা। আমরা আপনাকে কোর্টে মিস করবো রজার ফেদেরার। আগামী সপ্তাহে লন্ডনে শুরু হবে লেভার কাপ। এটাই হবে তার ক্যারিয়ারে সর্বশেষ প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট। এরপর আর কোনো এটিপি ট্যুর কিংবা গ্র্যান্ড স্লামে লড়াই করতে দেখা যাবে না বিশ্বের তুমুল জনপ্রিয় এই ক্রীড়াবীদকে।
মেসি জানিয়েছেন ফুটবলের বাইরে টেনিস তার প্রথম পছন্দ। রজার ফেদরার তার নেশা। কোর্টে রজারকে দেখা মানে নিজের চোখে আরাম দেওয়া। তার ছেলেরাও সুইস তারকার অন্ধ ভক্ত। মেসি আশা করেননি হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়ে ফেলবেন রজার ফেডেরার। তবে জিনিয়াসরা এরকমই হন। বিদায় লগ্নে তাকে সেলাম জানিয়েছেন এল এম ১০। পাশাপাশি টেনিসে আর একটা রজার ফেদেরার কখনও আসবে না নিশ্চিত মেসি।